মো. শামীম কাওছার বাঁধন পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ব্যাংকে ২০২৩ ব্যাচে তিনি সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন
আমি : স্যার, আসসালামু আলাইকুম। ভিতরে আসতে পারি?
ডিজি : হ্যাঁ, আসুন। (ভিতরে ঢোকার পর বসতে বললেন। ভাইভা রুমে ডিজি স্যারের সঙ্গে ৩ জন এক্সটার্নাল স্যার ছিলেন।)
পড়াশোনা করেছেন কোথায়?
—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
ওহ কৃষিতে। কৃষিতে পড়ে অনেকেই দেখছি এখন ব্যাংকের দিকেও ঝুকছে। আচ্ছা, কৃষির নলেজ কেন্দ্রীয় ব্যাংকে কোনো কাজে আসবে?
—স্যার, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখেছি যে, এখানে ‘কৃষি ঋণ বিভাগ’ আছে। এখানে কাজ করার সুযোগ পেলে কৃষি ঋণ বিভাগে আমার অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারব। তাছাড়া আমি এমএস করেছি কৃষি সম্প্রসারণ এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগে, বাংলাদেশ ব্যাংকে যেহেতু তথ্যভিত্তিক কাজই বেশি সেক্ষেত্রে আমি আমার এমএস-এর জ্ঞানও এখানে কাজে লাগাতে পারব।
এক্সটার্নাল-১ : আপনার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। সেটি সম্পর্কে কিছু বলেন তো শুনি?
—স্যার, প্রতিষ্ঠানটির নাম ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন (ডিএই)। ১৯৮২ সালে তত্কালীন কিছু অধিদপ্তর যেমন- জুট, প্লান্ট প্রটেকশন ইত্যাদি একীভূত হয়ে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশের অন্যতম বৃহত্ অধিদপ্তর, দেশের প্রতিটি উপজেলাতেই যার কার্যপরিধি বিস্তার করেছে।
ডিএই’র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের কয়েকটি অর্গানোগ্রাম বলুন।
—স্যার, সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। প্রথমত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারওপর অতিরিক্ত কৃষি কর্মকর্তা, এরপর উপজেলা কৃষি কর্মকর্তা এরপর জেলা পর্যায়ে অতিরিক্ত উপ পরিচালক, উপপরিচালক... (আমাকে থামিয়ে দেন।)
ডিজি: আচ্ছা। এবছর বোরো ধানের উত্পাদন টার্গেট কত?
—স্যার, মাননীয় কৃষি মন্ত্রী সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় ২.১৫ কোটি টন বোরো ধান উত্পাদন টার্গেট বলেছেন।
আচ্ছা কতটুকু জমিতে বোরো চাষ হচ্ছে বলে জানানো হয়েছে?
—স্যার, প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে।
সবচেয়ে বেশি ধান উত্পাদন হয় কোন মৌসুমে?
—স্যার, বোরো মৌসুমে।
১ বিঘা জমিতে কতটুকু ধান ফলে এভারেজে?
—স্যার ২৬-২৭ মণ। তবে নির্ভর করে মৌসুম ও এলাকাভেদে।
দেশে এখন কয় ধরণের ব্যাংক আছে?
—প্রধানত ২ ধরণের ব্যাংক আছে। এক. স্কেজিউলড ব্যাংক, দুই. নন-স্কেজিউলড ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি ভূমিকা সম্পর্কে বলুন?
—মুদ্রাবাজার গঠন ও বাস্তবায়ন, ব্যাংকসমূহের ব্যাংকার হিসেবে নিকাশ ঘর নিয়ন্ত্রণ ও ঋণ প্রদান, নোট ও মুদ্রা প্রচলন ও মান নিয়ন্ত্রণ।
জিডিপি কী ও কীভাবে হিসাব করা হয়?
—জিডিপি হচ্ছে মোট দেশজ উত্পাদন, যেখানে দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি সবার দ্বারা উত্পাদিত পণ্য বা সেবার আর্থিক হিসাব করা হয়।
দেশে কাজ করছে এমন বিদেশি ব্যাংক কতটি?
—স্যার, ৯টি বিদেশি ব্যাংক এখন দেশে কাজ করছে।
এক্সটার্নাল-১ : আপনার বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোনো ফসল আছে কী?
—জ্বি স্যার, এসএইউ সরিষা-১, ২, ৩, ৪; এসএইউ টমাটিলো-১, ২; এসএইউ হাইব্রিড ভুট্টা- ১, ২।
এক্সটার্নাল-২ : আচ্ছা, সে গতকাল ঢাকা আসিয়াছে, এর ইংরেজি কী? এবং Rice sells cheap-এর ভয়েস চেঞ্জ করুন।
—স্যার, He came Dhaka yesterday; Rice is cheap when it is sold.
ঠিক আছে, আপনি আসুন।
(ধন্যবাদ, সালাম দিয়ে বেরিয়ে এলাম।)
সূত্র: কালের কণ্ঠ
ভাইভা প্রশ্ন : কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.