ভাইভা প্রশ্ন : জাতি আপনাকে কেন স্মরণ রাখবে?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
5/5 - (2 votes)

আবদুল কাদের রবিন পড়াশোনা করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে। তিনি ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

আমি : আসতে পারি, স্যার।

চেয়ারম্যান
জি, আসুন।
আসসালামু আলাইকুম, স্যার।
—বসুন।
আপনার নাম মো. আবদুল কাদের,  বর্তমানে বিসিএস লাইভস্টক ক্যাডারে আছেন।
—জি স্যার, ৪০তম বিসিএসে আপনার বোর্ড থেকেই হয়েছি।
তাহলে আমিই আগে প্রশ্ন করি। বলুন তো, শকুনের অভয়ারণ্য কোথায়?
—সরি স্যার, আমার জানা নেই।
আচ্ছা, বাংলাদেশের এক জায়গায় তুলনামূলক বেশি শকুন পাওয়া যায়, বলুন তো কোথায়?
—সরি স্যার, জানা নেই।
এবার বলুন, কী কারণে শকুন মারা যায়?
—স্যার, অন্যান্য স্বাভাবিক কারণগুলোর পাশাপাশি এক ধরনের ওষুধ যেমন কিটোপ্রোফেনের ব্যবহারের কারণে শকুন মারা যায়।
কিভাবে মারা যায়?
—আমরা কোনো প্রাণীকে কিটোপ্রোফেন ওষুধ দেওয়ার পর যদি ওই প্রাণীটি মারা যায় এবং শকুন যদি ওই প্রাণীটিকে খায়, তাহলেও শকুন মারা যাবে। (স্যার হয়তো অন্য উত্তর শুনতে চেয়েছেন, তাই উত্তরটি সম্ভবত উনি গ্রহণ করেননি।)
Tell me, some breeds of Cattle.
—Holstein Frisian,  Shindi, Shahiwal, RCC…
Ok, Tell me some characteristics of Holstein Frisian.
—They are usually white in colour and black spotted,  they weigh about 600-800 pounds. And usually give one calf per year, and give about 60-100 litre milk per day.

এক্সটার্নাল-১
আপনি কবিতা পড়েন?
—সরি স্যার, কবিতা পড়া হয় না। উপন্যাস পড়া হয়।
আপনি পড়েছেন এমন একটা উপন্যাসের নাম বলুন।
—স্যার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ পড়েছি।
উনার তিনটা উপন্যাসের নাম বলুন।
—গোরা, চোখের বালি ও যোগাযোগ।

৬ দফা সম্পর্কে কিছু বলুন।
—স্যার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে ৬ দফা উত্থাপন করেন…(৩টা দফা বলার পর থামিয়ে দেন)
চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অংশ ছিল? সেক্টর কমান্ডারদের নাম বলুন।
—স্যার, চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের অংশ ছিল। সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মেজর জিয়াউর রহমান।
৬ দফা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাগুলো বলুন।
(আমি কয়েকটা ঘটনা বলার পর স্যার থামিয়ে দেন, এরপর এক্সটার্নাল-২ প্রশ্ন করা শুরু করেন।)

এক্সটার্নাল-২
বেগম রোকেয়া দিবস কবে?
—৯ ডিসেম্বর।
বেগম রোকেয়ার ২টি সাহিত্যকর্মের নাম বলুন।
—সুলতানার স্বপ্ন, পদ্মরাগ।
একাত্তরের দিনগুলো কার লেখা?
—স্যার, জাহানারা ইমামের।
বইটি সম্পর্কে বলুন।
(আমি বিস্তারিত বললাম।)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হয়। অঞ্চলগুলোর নাম বলুন।
—সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। (এরপর এক্সটার্নাল-১ আবারও প্রশ্ন করেন।)

এক্সটার্নাল-১
আপনি কী এমন কাজ করেছেন, যার জন্য আপনাকে জাতি স্মরণ রাখবে?
—স্যার, চারুলতা নামে আমরা একটি সংগঠন চালাই, যেখানে ১৫০ জন ছিন্নমূল পথশিশুকে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াই, তাদের সব রকমের শিক্ষাসামগ্রী যেমন—স্কুল ড্রেস, খাতা-কলম, বই ইত্যাদি আমরা বিনা মূল্যে দিই। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান যেমন ঈদ-পূজাতে তাদের নতুন জামা-কাপড় দিই। বিভিন্ন দুর্যোগে আমরা এসব শিশু ও তাদের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিই। তাদের সারা বছর বিনা মূল্যে চিকিত্সাসেবা দিই। আমি বিশ্বাস করি, এ শিশুরাই আগামীর বাংলাদেশ এবং এই আগামীর বাংলাদেশ আমাকে এবং চারুলতা সংগঠনকে স্মরণ করবে।
আপনার পোস্টিং কোথায় এখন?
—উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রামু, কক্সবাজার।
ঠিক আছে, আপনি এখন আসুন।
(আমি ধন্যবাদ ও সালাম দিয়ে কাগজপত্র নিয়ে রুম থেকে বের হলাম।)

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.