All Info 24
Latest

বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার রেজাল্ট ২০২৫

বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছে। Assistant locomotive master grade 2 পদে মোট ৩৫৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের সনদপত্র, ডকুমেন্টস ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে। নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই শেষে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগপত্র দেওয়া হবে।  

নিয়োগে অসত্য তথ্য দিলে বাতিল হবে সুপারিশ

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের কাগজপত্রে জালিয়াতি, অসত্য তথ্য প্রদান বা কোনো ভুলত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে এমন প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হতে পারে। চাকরির পর এমন তথ্য প্রমাণিত হলে, চাকরি থেকেও বরখাস্ত করা হবে।  

স্বাস্থ্য পরীক্ষার পর নিয়োগ

সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন সফলভাবে শেষ হলে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।  

ফলাফল ডাউনলোড লিংক

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন: 👉 রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার ফলাফল পিডিএফ: https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/d2e12397_34ed_410e_85c3_9c6210594ad6/Scan_01062025_006%20(1)%20(1).pdf