বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক হলেন মোহসিনা হোসাইন
বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদে আজ যোগদান করলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন। ২১ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
উচ্চতর গবেষণার জন্য ‘ইউজিসি পিএইচডি ফেলোশিপ ২০১৯’ প্রাপ্ত এ শিক্ষক ও গবেষক এর আগে অর্জন করেন শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০১১ সালে প্রথম শ্রেণি নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন মোহসিনা হোসাইন। ২০১২ সালে স্নাতকোত্তর পর্যায়েও প্রথম শ্রেণি অর্জন করেন। ২০১৪ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। পালন করেছেন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব।
বাংলা একাডেমি পত্রিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পত্রিকাসহ দেশের উল্লেখযোগ্য গবেষণা জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করা মোহসিনা হোসাইন নিবিষ্ট মনে গবেষণা করেছেন সুন্দরবন অঞ্চলের লোকজ সংস্কৃতি, নিম্নবিত্ত মানুষের জীবন-জীবিকা ও সংশ্লিষ্ট সাহিত্যকর্ম নিয়ে। তাঁর গবেষণার প্রিয় ক্ষেত্র নাট্যসাহিত্য, সমাজ-রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়ন।
বিশ্বভ্রমণের স্বপ্ন দেখা এ শিক্ষক ইতোমধ্যে ভ্রমণ করেছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপসহ বিশ্বের অনেক দেশ।শিক্ষকতাকে কেবল পেশা নয়, গ্রহণ করেছেন ব্রত হিসেবে। নিজেকে আত্মনিয়োগ করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে। ক্লাসে পড়ানোর পাশাপাশি ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের জীবন বদলানোর মাধ্যমে সমাজকে বদলে দিতে উৎসাহিত করেন তিনি।