Edu Daily 24
Latest

মোশাররফ করিমের নতুন নাটক বোহেমিয়ান ঘোড়া মুক্তি পেল হইচইয়ে

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই কমেডি সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সাত পর্বের এই মজার গল্পে ট্রাক চালক আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, যার স্ত্রীর সংখ্যা আটজন!

বোহেমিয়ান ঘোড়া সিরিজের গল্প

‘বোহেমিয়ান ঘোড়া’ নাটক বা ওয়েব সিরিজে দেখা যাবে, ট্রাকচালক আব্বাস দেশের বিভিন্ন জেলায় গিয়ে একের পর এক বিয়ে করে ফেলেন। প্রতিটি বউয়ের কাছে তিনি একেক রকম রূপে নিজেকে তুলে ধরেন। কৌতূহলকর ব্যাপার হলো, কোনো স্ত্রী-ই জানে না অন্য বউদের কথা। শুধু আব্বাসের ট্রাকের হেলপার সেলিম জানে পুরো রহস্য। তবে অষ্টম বিয়ের পর তার জীবনে নামে বিপদের ছায়া। শুরু হয় হাস্যরসাত্মক ও নাটকীয় সব পরিস্থিতি।

নির্মাতা ও অভিনেতার অভিমত

পরিচালক অমিতাভ রেজা বলেন,

“বোহেমিয়ান ঘোড়া কেবল একাধিক বিয়ের কাহিনি নয়, বরং এটি আমাদের সমাজের বৈচিত্র্য ও বাস্তবতার প্রতিচ্ছবি।”

অভিনেতা মোশাররফ করিম বলেন,

“আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এখন দর্শকের ভালোবাসাই আসল বিচার।”

বোহেমিয়ান ঘোড়া কাস্টিং ও চরিত্র

মোশাররফ করিমের আট স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন:

  • রুনা খান

  • তানজিকা আমিন

  • মৌসুমি হামিদ

  • সাদিয়া আয়মান

  • ফারহানা হামিদ

  • রোবিনা রেজা জুঁই

  • নতুন মুখ: আসমা উল হুসনা বৃষ্টি এবং সারাহ জেবিন অদিতি

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন:
রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ।