বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট মূল্য কমল, কার্যকর ১ জুলাই থেকে

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট মূল্য কমল, কার্যকর ১ জুলাই থেকে
বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট মূল্য কমল, কার্যকর ১ জুলাই থেকে
5/5 - (2 votes)

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট মূল্য কমল : বাংলাদেশে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৮ মে প্রকাশিত বিটিআরসি’র নতুন পরিপত্র অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে নতুন ইন্টারনেট ট্যারিফ কার্যকর হবে এবং এটি আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন ইন্টারনেট প্যাকেজ মূল্য

  • ৫ Mbps: আগে ৫০০ টাকা → এখন ৪০০ টাকা

  • ১০ Mbps: আগে ৮০০ টাকা → এখন ৭০০ টাকা

  • ২০ Mbps: আগে ১,২০০ টাকা → এখন ১,১০০ টাকা

 

ট্যারিফের গুরুত্বপূর্ণ শর্ত

  • এই ট্যারিফ সরকার অনুমোদিত এবং সব সরকারি ও বেসরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ISP) জন্য বাধ্যতামূলক।

  • ইন্টারনেট সেবা ৫, ১০ বা ১৫ দিন বন্ধ থাকলে, গ্রাহকদের মাসিক বিল যথাক্রমে ৫০%, ২৫% অথবা পুরোপুরি মওকুফ হবে।

  • অনুমোদিত স্পিডের ন্যূনতম সীমা ৫ Mbps, সংযোগ রেশিও ১:৮ নির্ধারিত।

  • সব আইএসপি প্রতিষ্ঠানকে বিটিআরসি অনুমোদিত ট্যারিফ অনুসরণ করতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

  • অনুমোদনহীন সেবা চালু করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী শাস্তির মুখে পড়বে।

 

ইন্টারনেট অবকাঠামোর দামও কমছে

এর আগে ২১ এপ্রিল ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, ফাইবার অ্যাট হোম এবং অন্যান্য অবকাঠামো পর্যায়ে ইন্টারনেট ব্যয় হ্রাস করা হচ্ছে:

  • আইটিসি: ১০% কম

  • আইআইজি: ১০% কম

  • এনটিটিএন (জাতীয় ট্রান্সমিশন): ১৫% কম

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়েও ২০% পর্যন্ত দাম কমিয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.