ধর্ষণের অভিযোগে মধ্যরাতে বুয়েটের শ্রীশান্ত রায়কে অবরূদ্ধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বুয়েটের স্বঘোষিত এই ধর্ষকের এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা।
শ্রীশান্ত রায় বুয়েটের ইইই-২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এক মন্তব্যে জানিয়েছেন, এক মুসলিম ছাত্রীকে মাদক খাইয়ে তিনি ধর্ষণ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভারতের ভাগোয়া ট্র্যাপের আদলে বাংলাদেশে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে একটি চক্র।
এদিকে স্বঘোষিত ধর্ষক শ্রীশান্তের পিতা বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডিরেক্টর শান্তনু কুমার আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।
আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ মধ্যরাতে (২২ অক্টোবর ২০২২) ধর্ষক শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে। তবে শিক্ষার্থীদের দাবি তাকে স্থায়ীভাবে তার ছাত্রত্ব বাতিল করে বহিস্কার করতে হবে।