ধামরাইয়ে পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল, বিয়ে বাতিল করলেন পাত্রের বাবা

বিয়ের দিন নির্ধারিত থাকলেও কনের নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পরায় বিয়ে ভেঙ্গে দেন পাত্রের বাবা।

Rate this post

ঢাকার ধামরাই উপজেলায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি নাচের ভিডিও ঘিরে বিয়ে বাতিলের ঘটনা ঘটেছে। বিয়ের দিন নির্ধারিত থাকলেও কনের একটি নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে বিয়ে বাতিল করে দেন পাত্রের বাবা।

জানা গেছে, কনে যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেখানে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং সেখানেই একটি নৃত্য পরিবেশন করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পাত্রের গ্রামের অনেকেই তা দেখে সমালোচনা শুরু করেন। অনেকেই ভিডিওটি পাত্রের বাবাকেও দেখিয়ে কটাক্ষ করেন। এতে তিনি বিব্রত ও ক্ষুব্ধ হয়ে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।

এই ঘটনায় কনের বাবা ক্ষোভ প্রকাশ করে পাত্রের বাবাকে ফোনে মামলা করার হুমকি দেন। আমাদের হাতে আসা একটি কল রেকর্ডে শোনা যায়, উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় পাত্রের বাবা বলেন, “আমাকে ফাঁসিতে ঝুলালেও আমি এমন মেয়েকে ঘরে তুলবো না। দরকার হলে সব খরচ আমি বহন করব।”

পাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আমি একটি কলেজপড়ুয়া মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের দিন ছিল। কিন্তু ওই ভিডিও নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে আমার বাবা বিয়ে বাতিল করে দিয়েছেন। আমি অনেক চেষ্টা করেছি বাবাকে বোঝাতে, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি।”

এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ভিডিওটি আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ দেখেছে। অনেকেই বলেছেন, এমন মেয়ে বউ করে আনা যাবে না। তাই ছেলের বাবা সিদ্ধান্ত বদলান।”

এ বিষয়ে কনের বাবা গণমাধ্যমে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন এবং অনুরোধ করেন সংবাদটি প্রকাশ না করতে। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয়েছে।

ধামরাইয়ে পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল [Video]

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *