এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুরে জনকল্যাণে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে তিনি গাজীপুর মহানগরের মুন্সিপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া একটি মজা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা ও উপ-সংস্কার কার্যক্রম শুরু করে রনি বলেন, মহানগরের জয়দেবপুর এলাকার এই পুকুরটি দীর্ঘদিনের পুরনো এবং অনেক বড়। পুকুরের পাশে বিশাল আবাসিক এলাকা, চারপাশে বড়বাজার এবং দুটি বড় কেন্দ্রীয় মসজিদ রয়েছে। এলাকায় এই পুকুরটির গুরুত্ব অত্যন্ত অপরিসীম।
কিন্তু এটি স্থানীয় মানুষের ফেলানো বর্জ্যে ভরাট হয়ে গেছে এবং পুকুরটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়েছে। তাই আমরা এই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে পুকুরটিতে স্বচ্ছ পানির ধারা সৃষ্টি করা হবে এবং এর থেকে মানুষ অজু গোসল করতে পারবে। এছাড়াও মাছের চাষ করতে পারবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঘনবসতিপূর্ণ এলাকায় বাজার থাকায় এখানে কোন একটি অগ্নি দুর্ঘটনা ঘটলে পানির কোন ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা করা হলে মানুষের এরকম কোন দুর্ঘটনার সময়ও অগ্নিনির্বাপনে পুকুরের পানি ব্যবহার করা যাবে। এ কারণে নিজের উদ্যোগে এই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ধারাবাহিকভাবে মহানগরের অন্যান্য পুকুরেও এ ধরণের কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
পুকুরের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের জন্য শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে বিডি ক্লিনের প্রায় ৩ শতাধিক কর্মী ও কয়েকশত স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এক বিশাল কর্মী বাহিনীর সমাবেশ ঘটানো হয়। সেই সমাবেশে শপথ পাঠ করান আয়োজক গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
পরে শোভাযাত্রার মাধ্যমে মুন্সিপাড়ার পুকুর এলাকায় সকলে আসেন। পুকুরটিতে আশপাশের মানুষ ও বাজারের বর্জ্য ফেলে ভরাট করে ফেলা হয়েছে। বর্জ্যের ভাগাড়ের মধ্যে নেমে মঞ্জুরুল করিম রনি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি হাতে গ্লাব্স, মুখে মাস্ক, এবং পায়ে গামবোর্ড পড়ে তিনি নেমে লম্বা কাচি দিয়ে টেনে ময়লা পরিস্কারে অংশ গ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বিগণ।