এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, ওই ছাত্রীর পরিবার ও অভিযুক্ত জয় কুমার দাস কালিয়াকৈর মৌচাক এলাকায় একই এলাকায় পাশাপাশি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। কিছু দিন আগে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে জয় কুমার দাস, জয়ের মামা লোকনাথ ও জয়ের বোন জামাই সঞ্জিত। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। তিন দিন পর বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক স্টেশন এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। পরে জ্ঞান ফিরার পর ওই ছাত্রী জানায়, ৩ দিন আগে জয় দাসের বোন জামাই সঞ্জিত ও মামা লোকনাথ বাড়ির পাশ থেকে তাকে তুলে নিয়ে যান। পরে তারা মৌচাক স্টেশনে জয় দাসের কাছে তাকে তুলে দেন। পরে জয় দেব তাকে একটি বাসায় ৩ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করেন।
এদিকে এই ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্টেশনে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এসময় তারা ধর্ষণ জয়সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।