এ এইচ সবুজ, গাজীপুর: ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মত্যাগ থাকলে বয়স কোনো বাধা নয়-এ কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা।
৩৬ বছর বয়সে এসে তিনি এইচএসসি পরীক্ষায় পাস করে এলাকায় নজির সৃষ্টি করেছেন।
এ বছর শামীম মৃধা সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬৭ পেয়েছেন।
এদিকে তার এমন সাফল্যে প্রশংসার জোয়ার বইছে।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন।
শামীম মৃধা জীবনের শুরুর দিক থেকেই ছিলেন সংগ্রামী। অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবারের ভার কাঁধে তুলে নেন তিনি। ছোট চার ভাই-বোনের শিক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পড়াশোনা থেমে যায়।
তিনি বলেন, আব্বা যদি আজ বেঁচে থাকতেন, সবচেয়ে বেশি খুশি হতেন। তার স্বপ্নই আমাকে আবার পড়াশোনায় ফিরিয়ে এনেছে। আমি চাই, নিজের শিক্ষাকে সমাজসেবার শক্তি হিসেবে ব্যবহার করতে।
২০২৩ সালে এসএসসি পাস করার পর এবার এইচএসসি পাস করে তিনি শিক্ষার আরেক ধাপ অতিক্রম করলেন। ভবিষ্যতে ডিগ্রি পর্যায়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এই জনপ্রতিনিধি।
মাওনা উত্তরপাড়া সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, রাজনীতির পাশাপাশি আত্মগঠনের যে নজির শামীম মৃধা স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। হাফেজ হয়েও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার তার প্রচেষ্টা তরুণ সমাজের জন্য এক দৃষ্টান্ত।
স্থানীয় বাসিন্দারাও তার এই সাফল্যে গর্বিত। তারা বলেন, শিক্ষা বয়সের সীমারেখা মানে না এ সত্য প্রমাণ করেছেন ইউপি সদস্য শামীম মৃধা। তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং সমাজে অনুপ্রেরণার এক আলোকবর্তিকা হয়ে উঠেছেন। পড়াশোনার প্রতি তার আগ্রহ ও অধ্যবসায় অন্যদেরও উৎসাহিত করবে।