সরকারি ক্যালেন্ডার ২০২৬ প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। এর সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন। অর্থাৎ সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি মিলবে ১৯ দিন।
Table of Contents
মাসভিত্তিক ২০২৬ সালের ছুুটির তালিকা
জানুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো সরকারি ছুটি নেই। ফেব্রুয়ারি মাসে চাঁদ দেখার প্রেক্ষিতে পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত হয়েছে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার।। এছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের ছুটি।
মার্চ মাসে পৃথকভাবে মিলবে ৪ দিনের ছুটি। ২০ মার্চ শুক্রবার জুমাতুল বিদা। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, দিনটিতে সাধারণ ছুটি। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা ৪ দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে।।
১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি যোগ করলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যেকোনো এক দিন ছুটি পেলে টানা চার দিনের ছুটি মিলবে। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের ছুটি।।
এপ্রিল মাসেও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটির নেওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২ দিনের ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি।।
মে মাসে ঈদের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে, সেদিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।।
আগস্ট মাসেও ছুটি আছে। ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি মিলবে।।
এদিকে ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কারণ, ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।।
সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো সরকারি ছুটি নেই।
অক্টোবর মাসেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এ ক্ষেত্রে মাত্র ১ দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে ৫ দিনের ছুটি পাবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে আর ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি।
নভেম্বর মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো সরকারি ছুটি নেই।
ডিসেম্বর মাসেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ মিলবে। বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।
সরকারি ক্যালেন্ডার ২০২৬ - Government calendar 2026
