সবুজ আহমেদ: আজ দেশজুড়ে একযোগে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফলে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ১৩টি কলেজের মধ্যে ১২টিতে শিক্ষার্থী পাস করলেও ১টি কলেজে কেউ পাশ করতে পারেনি। উপজেলার চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজে ২ জন পরীক্ষায় অংশ নিয়ে দু'জনই অকৃতকার্য। অর্থাৎ শূন্য পাশের বিপরীতে বর্ণমালা কলেজ পেয়েছে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৫ শতাংশ পাশ ও ২১জন জিপিএ-৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে দেশজুড়ে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নুরুল ইসলাম। অন্যদিকে, সনমানিয়া ইউনিয়নের আড়াল এলাকার বর্ণমালা কলেজ সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৫ শতাংশ পাসের হার ও ২১ জন জিপিএ-৫ অর্জন করে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে।
উপজেলার অন্য কলেজগুলোর মধ্যে কাপাসিয়া সেন্ট্রাল কলেজের পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ, এম এ মজিদ সায়েন্স কলেজ ৬৩ দশমিক ৪৬ শতাংশ, বঙ্গতাজ কলেজ ৬০ শতাংশ, ফয়েজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজ ৫৪ দশমিক ৫৫ শতাংশ, তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় ৫২ দশমিক ১৭ শতাংশ, কোহিনুর হাই স্কুল এন্ড কলেজ ৪৩ দশমিক ৩৩ শতাংশ, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ ৪০ দশমিক ৫৩ শতাংশ, কাপাসিয়া ডিগ্রি কলেজ ৩৯ দশমিক ৯৪ শতাংশ, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ ৩৪ দশমিক ৬৯ শতাংশ, আড়াল জি.এল স্কুল এন্ড কলেজ ৩০.৮৬ শতাংশ ও শরিফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ ২৯ দশমিক ৭৫ শতাংশ।
সার্বিকভাবে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি কলেজের ফলাফল আশানুরূপ না হলেও বর্ণমালা কলেজের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল আরিফ সরকার বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি আমার জানা নেই।