জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাক্রম যুগোপযোগী করার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাক্রম যুগোপযোগী করার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়২৮ সেপ্টেম্বর২০২৫– বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও কর্মক্ষেত্রে অন্যান্যদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনের উপযোগী শিক্ষাক্রম প্রণয়নে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে “Outcome-Based Education System to Develop Curriculum for Undergraduate and Postgraduate Programs of the National university, Bangladesh” শীর্ষক কর্মশালা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

 তিন দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকগণ অংশ নিচ্ছেন। এই কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের প্রফেসর ড. এস এম হাফিজুর রহমান রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন।      

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মশালা উদ্বোধন করেন। আইকিউএসি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

প্রফেসর আমানুল্লাহ বলেনশুধু প্রশাসনিক কার্যক্রম এর মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম প্রণয়ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন ক্যাম্পাস উভয় ক্ষেত্রের কারিকুলাম তৈরিতে “Outcome-Based Education System to Develop Curriculum for Undergraduate and Postgraduate Programs of the National university, Bangladesh” শীর্ষক কর্মশালাকে গুরুত্ব দিতে শিক্ষকদের পরামর্শ দেন তিনি।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করে প্রফেসর আমানুল্লাহ বলেনযুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরেন্সিক সায়েন্স ইনস্টিটিউট গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চাইলে অনার্সের চতুর্থ বছর নিউ হ্যাভেন পড়তে পারবে। সেক্ষেত্রে ওই শিক্ষার্থী নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে।

তিনি জানানযুক্তরাষ্ট্র সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক (কিউনি) জলবায়ু পরিবর্তনআবর্জনা ব্যবস্থাপনাস্বাস্থ্যসেবা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া জনস হপকিন্স বাল্টিমোর স্কুল অব পাবলিক হেলথ এমপিএইচ সিলেবাস রিভিউ করতে সহায়তা করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব সুযোগ গ্রহণ করার পরামর্শ দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.