ইতালি ভিসা আপডেট ২০২৪ : সুসংবাদ! দেড় লক্ষাধিক শ্রমিক নেবে ইতালি


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ৫, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৩ অপরাহ্ন /
ইতালি ভিসা আপডেট ২০২৪ : সুসংবাদ! দেড় লক্ষাধিক শ্রমিক নেবে ইতালি
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার বিদেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এরই মধ্যে প্রায় ৭ লাখ আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুরুর দিকে যারা আবেদন করেছেন তাদের অনেকেই বাংলাদেশি বলে জানান সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের ধারণা, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্পন্সর ভিসায় এগিয়ে আছেন বাংলাদেশিরা।
উল্লেখ্য, কৃষি ও শিল্প ক্ষেত্রে চাহিদা মেটাতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শ্রমিক নেয় ইতালি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৪ লাখের বেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছর দেড় লাখের বেশি শ্রমিক কোটা নির্ধারণ করে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৮, ২১ ও ২৫ মার্চ তারিখে ৩ ক্যাটাগরিতে আবেদনপত্র জমা দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে ৭ লাখের মতো আবেদনপত্র জমা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ ৩ ক্যাটাগরিতে আবেদন করেছেন ১ লাখেরও বেশি বাংলাদেশি।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানান, অতীতের স্পন্সর ভিসার জন্য যারা আগে আবেদন করেছেন, অধিকাংশ ক্ষেত্রে তারাই জয়ী হয়েছেন। আশার বিষয় হলো, এবারও বাংলাদেশের অনেকেই এগিয়ে রয়েছেন। তারা দ্রুত আবেদনপত্র দাখিলে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
মালিক ও নিয়োগকর্তার কোম্পানির যদি অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে, তবে কিছুটা বিলম্বে আবেদন করলেও স্পন্সর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে দেশটির আইনে।

ইতালি ভিসা আপডেট ২০২৪ [Video]

Rate this post