Edu Daily 24
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর - Edu Daily 24
খবর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় এ ঘটনায় ভবনের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় পার্টির অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত।

 

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর একদল লোক মিছিল নিয়ে অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভাঙচুর শেষে তারা ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। পরে জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

এক প্রত্যক্ষদর্শী রিকশাচালক আক্কাস বলেন, “হঠাৎ মিছিল নিয়ে আসা লোকজন পুলিশি বাধা অগ্রাহ্য করে অফিসে হামলা চালায়। কিছুক্ষণ পরই নিচতলায় আগুন লাগায়।”

 

জাতীয় পার্টির অফিসে হামলা ও ভাঙচুর

দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া বলেন, “গণঅধিকার পরিষদের ব্যানার নিয়ে মিছিলকারীরা আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। তারা ‘জাতীয় পার্টি নিষিদ্ধের’ দাবিতে স্লোগানও দিয়েছে।” তিনি আরও বলেন, “জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বলেই আমাদের নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে। অথচ যারা ছাত্রলীগ করেছে তারা এখন এনসিপি করেছে। তাদের আগে নিষিদ্ধ হওয়া উচিত। প্রকৃতপক্ষে জাতীয় পার্টি আগামী নির্বাচনে বিরোধী দলের অবস্থান নিতে পারে বলেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।”

 

পুলিশের বক্তব্য

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “একদল লোক এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয় এবং জলকামান ব্যবহার করে আগুন নেভানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”