কাপাসিয়ায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বাওরাইদ এলাকার মো: আলমগীর হোসেন শেখ (৪৪) এর বিরুদ্ধে শিল্পী আক্তার কর্তৃক মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ মে) সকালে বাওরাইদ এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাওরাইদ গ্রামের গ্রামবাসীরা অংশ নেন।

কাপাসিয়া থানায় দায়েরকৃত ভুক্তভোগী মোঃ আলমগীর হোসেন শেখের করা সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সালদৈ ( বাওরাইদ) গ্রামের মৃত: আব্দুল বাতেন শেখের ছেলে মোমেন শেখ (৫৩), সোহাগ শেখ (৪০), মোমেন শেখের ছেলে শেখ মেহেদী (২৫) ও সোহাগ শেখের স্ত্রী বৃষ্টি বেগম উল্লেখিত বিবাদিগন দীর্ঘদিন ধরেই নানাবিধ শত্রুতা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল সকালে বিবাদীরা বাদীকে এবং বাদীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তারা বাদীর উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর করে আহত করে। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন। এসময় বিবাদিগণ বাদীকে হুমকি দিয়ে বলে সুযোগমতো পাইলে খুন করে ফেলবে এবং জানমাল ও জায়গা জমির ব্যাপক ক্ষতিসাধন করবে। পরবর্তীতে বাদী ও বাদীর স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
আলমগীর হোসেন শেখ এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এরই ধারাবাহিকতায় আলমগীর হোসেন শেখের চাচাতো ভাই সুমন শেখের স্ত্রী শিল্পী আক্তার (৩১) বাদী হয়ে গত ৯ এপ্রিল গাজীপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আব্দুস সামাদ শেখের ছেলে মোঃ আলমগীর হোসেন শেখ (৪৩) কে বিবাদী করে একটি সিপি মামলা দায়ের করেন। মামলা নং ৮৯/২৫ ( কাপাসিয়া)।
উল্লেখিত সিপি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১০ তৎসহ ৩২৩/৩২৫/৩০৭/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। গত ২৮ এপ্রিল গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে কার্যবিধি ১৬০ ধারা মোতাবেক আলমগীর হোসেন শেখকে নোটিশ দেয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, মামলাটির সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের স্বার্থে বিবাদীকে জিজ্ঞাসাবাদ পূর্বক তদন্ত সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহের নির্মিত্তে এবং সাক্ষী সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ পিবিআই কার্যালয়ে হাজির হতে ।

এদিকে গত বৃহস্পতিবার (১ মে) বিবাদী আলমগীর হোসেন শেখ পিবিআই কার্যালয়ে হাজির হয়ে তদন্ত সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি দিয়েছেন।

অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী এবং গ্রামবাসীরা মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *