সবুজ আহমেদ: গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিয়াসপুর-আড়াল বাজার আঞ্চলিক সড়কের গাওড়ার মধ্যপাড়া এলাকায় বড়ধারা খালের উপর ২০ মিটার সেতুর নির্মাণ কাজ দীর্ঘ পাঁচ বছরে শেষ হলেও ভোগান্তি রয়ে গেছে এখনো।
ব্যস্ততম এ আঞ্চলিক সড়কের নির্মিত ব্রিজের দুপাশের সড়ক দেখলে মনে হবে সদ্য চাষকৃত ধানক্ষেত।
এ কতটুকু পার হতে গিয়ে প্রতিদিনই একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি স্থানে দুর্ঘটনার স্বীকার হয়ে একজন নিহত হয়েছেন। ব্রীজ নির্মাণ হলেও দুপাশের রাস্তার সংস্কার নিয়ে স্থানীয়রা এবং যানবাহনের চালক ও পথচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ পথে চলাচল করা যানবাহনগুলো যাত্রীদের একপাশের নামিয়ে অপর পাশে গিয়ে ফায়ার তুলে দিচ্ছে। অনেক সময় ভ্যানগাড়ি,রিক্সা,অটোরিকশা, বাইক ও ব্যাটারি চালিত রিক্সাও উল্টে যায়। একটু বৃষ্টি হলেই যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় এ রাস্তা।