বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন থেকে তারা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ৫ অক্টোবর (রোববার) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোছা. শরীফুন্নেসা।
পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা নির্ধারণ করা হলো। এ ভাতা প্রদানে সব ধরনের আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল-পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। একই সঙ্গে প্রশাসনিক মন্ত্রণালয় জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে প্রেরণ করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্রটি সত্যিই জারি করা হয়েছে। আমি শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।”
তবে তিনি এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন,
“শিক্ষক দিবসে এমন একটি সিদ্ধান্ত হতাশাজনক। মাত্র ৫০০ টাকা বাড়ানো শিক্ষকদের প্রতি অন্যায়। আমরা চাই, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে নির্ধারণ করা হোক। অন্যথায় আমরা ঘোষিত কর্মসূচি এগিয়ে নিতে বাধ্য হব।”