খবর

বিনা’র উদ্যোগে গাজীপুরে সরিষা ফসল নিয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

সবুজ আহমেদ, গাজীপুর: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত (বিনা সরিষা-৪, বিনা সরিষা-১১, বিনা সরিষা-১২ ও বারি সরিষা-১৪) জাতসমূহের পারফরম্যান্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার রাজেন্দ্রপুরের ছিটপাড়া এলাকায় প্রায় ৭০ জন কৃষক-কৃষাণির উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।
বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. ফাহমিনা ইয়াসমীন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.মো: মাহবুবুল আলম তরফদার, বিনা’র তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.রেজা মোহাম্মদ ইমন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বিনা ময়মনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) কৃষিবিদ সাদিয়া তাসমিন ও গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসিবুল হাসান।
এ সময় বক্তারা কৃষক-কৃষাণির উদ্দেশ্যে বিনা’র উদ্ভাবিত বিভিন্ন জাতের সরিষা ও বারি সরিষা-১৪ জাতসমূহের উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কৃষক-কৃষাণিদের নিয়ে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর। এতে অর্থায়ন করে ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্প।
এছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *