Edu Daily 24
Latest

নতুন টাকার ছবি ২০২৫ : দেখে নিন নতুন ডিজাইন ও বৈশিষ্ট্য

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের জন্য নতুন ডিজাইনের ছয়টি টাকার নোট প্রকাশ করেছে। এসব নোটে থাকছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীকসমূহ, যা নোটগুলোকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করেছে।

নতুন টাকার নোট ২০২৫ – কোন কোন নোট রয়েছে?

প্রকাশিত নতুন টাকাগুলোর মধ্যে রয়েছে:

  • ৫০০ টাকা (নতুন ডিজাইন)

  • ২০০ টাকা

  • ১০০ টাকা

  • ১০ টাকা

  • ৫ টাকা

  • ২ টাকা

এছাড়া প্রতিটি নোটেই বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে এবং সংযুক্ত করা হয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল টাকা প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটগুলোও বাজারে চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ৬টি টাকার নোটে যেসব প্রতীক রয়েছে

৫০০ টাকার নোট (সবুজ রঙ):

  • সামনে: কেন্দ্রীয় শহীদ মিনার ও শাপলার ছবি

  • পেছনে: বাংলাদেশ সুপ্রিম কোর্ট

২০০ টাকার নোট (হলুদ রঙ):

  • সামনে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও শাপলা

  • পেছনে: জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের সময় আঁকা ছাত্রদের গ্রাফিতি

১০০ টাকার নোট (নীল রঙ):

  • সামনে: বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ

  • পেছনে: সুন্দরবন

১০ টাকার নোট (গোলাপি রঙ):

  • সামনে: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

  • পেছনে: গণঅভ্যুত্থানকালীন গ্রাফিতি

৫ টাকার নোট (গোলাপি রঙ):

  • সামনে: ঢাকার তারা মসজিদ

  • পেছনে: গণআন্দোলনের গ্রাফিতি

২ টাকার নোট (হালকা সবুজ রঙ):

  • সামনে: মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

  • পেছনে: রায়ের বাজার বধ্যভূমি

নতুন মুদ্রা বিতরণ ও পাওয়া যাবে কোথায়?

আগেই বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন ডিজাইনের নোট সীমিত আকারে ব্যাংকগুলোতে সরবরাহ শুরু করেছে ১ জুন ২০২৫ থেকে। তবে ঈদের ছুটির কারণে রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে তাৎক্ষণিকভাবে এই নোট পাওয়া যাবে না।

নিরাপত্তা ও জাল নোট প্রতিরোধ

নতুন টাকার সব নোটে রয়েছে উন্নত জলছাপ, যার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের ছবি, বাংলাদেশ সরকারের মনোগ্রাম ও স্পষ্ট মূল্যমান উল্লেখ রয়েছে। এইসব বৈশিষ্ট্য নতুন টাকার নোটকে জালিয়াতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে।