ঢাকার কোথায় কোরবানির হাট ২০২৫ | পশুর হাটের তালিকা

ঢাকার কোথায় কোরবানির হাট ২০২৫ | পশুর হাটের তালিকা
ঢাকার কোথায় কোরবানির হাট ২০২৫ | পশুর হাটের তালিকা
5/5 - (2 votes)

কোরবানির হাট ২০২৫ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) ২০২৫ সালের কোরবানির ঈদ উপলক্ষে মোট ২১টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করেছে। তবে কিছু আইনি জটিলতা ও প্রশাসনিক বাধার কারণে কিছু হাট স্থগিত বা পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে।

ঢাকা দক্ষিণে (DSCC) অস্থায়ী পশুর হাট – মোট ৯টি

ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, মোট ১১টি হাটের জন্য দরপত্র আহ্বান করা হলেও আফতাবনগরমেরাদিয়া হাট স্থগিত করা হয়েছে আইনি জটিলতার কারণে।

সর্বোচ্চ দরদাতার তালিকা:

  1. উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা

  2. পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়

  3. রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা

  4. হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ

  5. আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশ

 সরকারি মূল্যের চেয়ে কম দর পাওয়া স্থানসমূহ:

  1. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ

  2. কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পাশ

  3. শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা

  4. মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড় (পরে স্থগিত)

📌 নোট: আন্দোলনের কারণে সিটি কর্পোরেশন এসব হাটে ইজারা কার্যাদেশ দিতে পারেনি। বাকি হাটগুলোতেও পুনরায় দরপত্র আহ্বানে বিলম্ব হচ্ছে।


ঢাকা উত্তরে (DNCC) অস্থায়ী পশুর হাট – মোট ১০টি

ডিএনসিসি সূত্রে জানা যায়, মোট ১০টি অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইজারা চূড়ান্ত হওয়া হাট:

  1. ৩০০ ফিটের মস্তুল এলাকা

  2. তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা

পুনঃদরপত্র আহ্বান করা হাট (কারণ: কাঙ্ক্ষিত দর না পাওয়া):

  1. ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা

  2. উত্তরা দিয়াবাড়ি

  3. মিরপুর ইস্টার্ন হাউজিং

  4. মোহাম্মদপুর বসিলা

  5. ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা

  6. কালসী বালুর মাঠ

🆕 নতুনভাবে দরপত্র আহ্বানকৃত স্থান:

  1. কাচুকুরা বাজার সংলগ্ন খালি জায়গা

  2. খিলক্ষেত বাজার সংলগ্ন খালি জায়গা


🏛️ কর্পোরেশন কর্মকর্তাদের বক্তব্য

ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন,

“আমরা ইতোমধ্যে পাঁচটি হাটের ইজারা সম্পন্ন করেছি। বাকি চারটি হাট ঈদের আগেই সম্পন্ন করার চেষ্টা চলছে।”

সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান বলেন,

“আন্দোলনের কারণে সর্বোচ্চ দরদাতা পাওয়া সত্ত্বেও কার্যাদেশ দেওয়া যায়নি।”


সারাংশ:

এলাকামোট হাটকার্যকর ইজারাস্থগিত বা পুনঃদরপত্র
ঢাকা দক্ষিণ (DSCC)১১৪ স্থানে পুনঃদরপত্র, ২ স্থগিত
ঢাকা উত্তর (DNCC)১০৮ স্থানে পুনঃদরপত্র

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.