রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি ২০২৪

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচির প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৪ মার্চ ২০২৪ (সোমবার) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ সংক্রান্ত পরিপত্র জারি করেছেন।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এ অবস্থায় রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণের জন্য অনুরোধ করা হলো।