এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২৫

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

4.5/5 - (2 votes)

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২৫ আগামী ১০ জুলাই ২০২৫ প্রকাশ করা হবে। আজ সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১০ জুলাই ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি নিশ্চিত করেন, এই দিনেই ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষা ২০২৫

পরীক্ষা :মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) / সমমান
সাল :২০২৫
পরীক্ষার্থী : ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন
পরীক্ষার তারিখ : ১০ এপ্রিল ২০২৫ থেকে
ফলাফলের ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd
SSC exam result 2025

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল ২০২৫ থেকে। এ বছর নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল। যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ কম

তবে এবারের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি। পরীক্ষার প্রথম দিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী, যারা ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয়নি।

এসএসসি ২০২৫ এর রেজাল্ট কবে দিবে

পরীক্ষার্থীরা ১০ জুলাই সকাল ১০টা থেকে বিভিন্ন মাধ্যমে তাদের SSC Result 2025 দেখতে পারবেন। ফলাফল পাওয়া যাবে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে।  

এসএসসি রেজাল্ট ২০২৫ কিভাবে দেখবেন?

  • শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে: www.educationboardresults.gov.bd

  • SMS এর মাধ্যমে: নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠিয়ে

  • প্রতিষ্ঠানের মাধ্যমে: স্কুলে ফলাফল প্রেরণ করা হবে

 

শিক্ষা বোর্ডের শর্ট কোড বা নামের ১ম ৩ ডিজিট

  • Dhaka Board= DHA
  • Barisal Board= BAR
  • Sylhet Board= SYL
  • Comilla Board= COM
  • Chittagong Board= CHI
  • Rajshahi Board= RAJ
  • Jessore Board= JES
  • Dinajpur Board= DIN
  • Madrasah Board= MAD
  • Technical Board= TEC
 

নিচে বাংলাদেশের ১১টি শিক্ষা বোর্ডের তালিকা একটি টেবিল আকারে দেওয়া হলো, যেগুলোর অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে:

বাংলাদেশ শিক্ষা বোর্ডের তালিকা (SSC 2025)

ক্রমিকবোর্ডের নামওয়েবসাইট লিংক
ঢাকা শিক্ষা বোর্ডdhakaeducationboard.gov.bd
চট্টগ্রাম শিক্ষা বোর্ডbise-ctg.gov.bd
রাজশাহী শিক্ষা বোর্ডrajshahieducationboard.gov.bd
কুমিল্লা শিক্ষা বোর্ডcomillaboard.gov.bd
যশোর শিক্ষা বোর্ডwww.jessoreboard.gov.bd
বরিশাল শিক্ষা বোর্ডbarisalboard.gov.bd
সিলেট শিক্ষা বোর্ডsylhetboard.gov.bd
দিনাজপুর শিক্ষা বোর্ডdinajpureducationboard.gov.bd
ময়মনসিংহ শিক্ষা বোর্ডmymensingheducationboard.gov.bd
১০মাদ্রাসা শিক্ষা বোর্ডbmeb.gov.bd
১১কারিগরি শিক্ষা বোর্ডbteb.gov.bd

এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি গ্রেডিং সিস্টেম
 

❓ SSC 2025 ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: এসএসসি ফলাফল ২০২৫ কবে প্রকাশ হবে?

উত্তর: চলতি বছরের এসএসসি ও সমমানের রেজাল্ট ২০২৫ প্রকাশিত হবে ১০ জুলাই ২০২৫, সকাল ১০টায়


প্রশ্ন ২: এসএসসি রেজাল্ট কিভাবে দেখা যাবে?

উত্তর:
১. অনলাইনে: educationboardresults.gov.bd
২. SMS: মোবাইলে নির্ধারিত ফরম্যাটে মেসেজ পাঠিয়ে
৩. শিক্ষা প্রতিষ্ঠান থেকে: নিজ নিজ বিদ্যালয়ে ফলাফল পাওয়া যাবে।


প্রশ্ন ৩: মোবাইলে এসএমএসে SSC রেজাল্ট কিভাবে পাওয়া যাবে?

উত্তর:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন:

SSC <space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫ উদাহরণ: SSC DHA 123456 2025

পাঠিয়ে দিন 16222 নম্বরে।


প্রশ্ন ৪: রেজাল্টে সমস্যার ক্ষেত্রে কী করবো?

উত্তর: রেজাল্টে কোনো ভুল বা সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে যোগাযোগ করুন অথবা রিভিউ আবেদন (স্ক্রুটিনি) করতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে।


প্রশ্ন ৫: এসএসসি ফলাফলের পাসের হার কোথায় পাওয়া যাবে?

উত্তর: শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এবং প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডভিত্তিক পাসের হার ও ফলাফল বিশ্লেষণ প্রকাশ করা হয়।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *