অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়তে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে চীন। এমনটা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে স্টেট কাউন্সিল তথ্য দপ্তর আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে চীনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উচ্চআয়ের দেশগুলোর গড় স্তরে পৌঁছেছে।
মন্ত্রী আরও জানান, ২ হাজার ৮৯৫টি কাউন্টি পর্যায়ের অঞ্চলে এরইমধ্যে বাধ্যতামূলক শিক্ষায় ভারসাম্য অর্জিত হয়েছে। তিনি আরও জানান, ২০১২ সালের পর থেকে চীনে প্রাক-প্রাথমিক শিক্ষার ভর্তি হার ৬৪ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে পৌঁছেছে।
এ ছাড়া, উচ্চশিক্ষায় ২০১২ সালে মোট ভর্তির হার ছিল ৩০ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮ শতাংশে।
সূত্র: সিএমজি