ভর্তি তথ্য

বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল (২০২২) প্রকাশিত হয়েছে। ৩০ জুন রাত ৯টার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে, ১৮ জুন ২০২২ তারিখে বুয়েটে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।

সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

রেজাল্ট দেখতে http://ugadmission.buet.ac.bd/ লিংকে ক্লিক করুন।

ওয়েটিং লিস্ট :

  1. Waiting List for Engineering and URP
    http://ugadmission.buet.ac.bd/Notice_2021/ka_waiting.pdf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *