|

অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এর আগে করোনা ভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা (বিষয়ভিত্তিক) ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ZOOM APPS) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।