আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া লাইভ score, পরিসংখ্যান, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, হেড টু হেড ও লাইন-আপ ২০২২ [Argentina vs Croatia match]

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া লাইভ score, পরিসংখ্যান, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, হেড টু হেড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ [Argentina vs Croatia match] সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। আর্জেন্টিনা vs ক্রোয়েশিয়া দলের খেলা বাংলাদেশ সময় ১৪ ডিসেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টা থেকে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সেমিফাইনালের ৪টি দল হচ্ছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো।

Table of Contents

FIFA world cup 2022 Live Score [Semi final]

Toffee LIVE Argentina vs Croatia semi final match : https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

কাতার বিশ্বকাপের প্রথম ২টি কোয়ার্টার ফাইনা ম্যাচ হয়ে গেল। দু'টি ম্যাচই টাইব্রেকারে গড়ায়। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া টাইব্রেকারে হারায় ব্রাজিলকে। দ্বিতীয় ম্যাচে আবার আর্জেন্তিনা টাইব্রেকারে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। সেমিতে আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে। 

এবারের আসরটি লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই মেসির জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আর্জেন্টিনার মিশনও ৩৬ বছর পর শিরোপা খরা কাটানোর। সবশেষ আলবিসেলেস্তেরা কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে শিরোপা ঘরে তুলেছিল। এরপর ১৯৯০ সালে ম্যারাডোনার ও ২০১৪ সালে লিওনেল মেসির নেতৃত্বে ফাইনাল খেললেও প্রতিবারই জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়।

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া মুখোমুখি কত বার

  • সব মিলিয়ে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া ৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে দুইটি করে জয় উভয় দলের। ড্র হয়েছে একটিতে।
  • এবারের আসরটি লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই মেসির জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আর্জেন্টিনার মিশনও ৩৬ বছর পর শিরোপা খরা কাটানোর।

  • সবশেষ আলবিসেলেস্তেরা কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে শিরোপা ঘরে তুলেছিল।
  • এরপর ১৯৯০ সালে ম্যারাডোনার ও ২০১৪ সালে লিওনেল মেসির নেতৃত্বে ফাইনাল খেললেও প্রতিবারই জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনাল খেলা কবে

  • দল / দেশ : Argentina vs Croatia
  • কখন : Argentina vs Croatia এর খেলা বাংলাদেশ সময় ১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার) দিবাগত রাত ১টায়।
  • খেলার মাঠ বা ভ্যেনু : কাতার।

বিশ্বকাপের ইতিহাসে সেমি ফাইনালে হারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র, (উরুগুয়ে বিশ্বকাপ, ১৯৩০)

আশ্চর্য শোনালেও যুক্তরাষ্ট্রকে উরুগুয়ে বিশ্বকাপে অনেকেই ফেবারিট মনে করেছিলেন। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তারাই ছিল এগিয়ে। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হারে ৬-১ গোলের বড় ব্যবধানে। আর্জেন্টিনার হয়ে গোল করেন লুইস মন্তি, আলেহান্দ্রো স্কোপেয়ি, গিলের্মো স্তাবিলে ও কার্লোস পেকুসেয়ে।

আর্জেন্টিনা-বেলজিয়াম (মেক্সিকো বিশ্বকাপ, ১৯৮৬)

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অনন্য ফুটবল প্রদর্শনীতে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫২ ও ৬৩ মিনিটে দুটি গোল করেন ম্যারাডোনা। সেবারই বিশ্বকাপ ইতিহাসে সেরা একক পারফরম্যান্স করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ।

আর্জেন্টিনা-ইতালি ( ইতালি বিশ্বকাপ, ১৯৯০)

ইতালির বিপক্ষে সেমিফাইনালে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে ট্রাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক গয়কোচিয়ার বীরত্বে ৪-৩ গোলের জয় পায় তারা। যদিও ’৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে তাদের হারতে হয় ১-০ গোলে।


আর্জেন্টিনা-নেদারল্যান্ডস (ব্রাজিল বিশ্বকাপ, ২০১৪)

নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালটা ১২০ মিনিটেও ছিল গোলশূন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে গোলরক্ষক সের্হিও রোমেরো সেদিন গয়কোচিয়া হয়ে উঠেছিলেন। দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দু-দুটি শট। তাতেই খোলে ফাইনালের দরজা। ১৯৯০ বিশ্বকাপের মতো সেবারও শিরোপা হাতছাড়া হয় জার্মানির কাছে হেরে।

ফিফা বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা vs ক্রোয়েশিয়া পরিসংখ্যান / হেড টু হেড

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান / হেড টু হেড / সমীকরণ বা Fact

বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে ক্রোয়েশিয়া এ পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছিল, সেগুলোর প্রেক্ষিতে এখানে দুই দলের পরিসংখ্যান তুলে ধরা হলো :

তারিখম্যাচবিজয়ী দলস্কোরপ্রতিযোগিতা
৪ জুন ১৯৯৪আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াড্র০-০আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ
২৬ জুন ১৯৯৮আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াআর্জেন্টিনা১-০ফিফা বিশ্বকাপ
১ মার্চ ২০০৬আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া২-৩আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ
১২ নভেম্বর ২০১৪আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াআর্জেন্টিনা২-১আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ
২১ জুন ২০১৮আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়াক্রোয়েশিয়া৩-০ফিফা বিশ্বকাপ
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান / হেড টু হেড / সমীকরণ বা Fact

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া রেকর্ড ২০২২

দুই দলের মোট দেখা হয়েছে৫ বার
আর্জেন্টিনার জয়২ টি
ক্রোয়েশিয়ার জয়২ টি
ড্র হয়েছে১ টি
বিশ্বকাপে দেখা হয়েছে২ বার
বিশ্বকাপে জয় আর্জেন্টিনা১ বার
বিশ্বকাপে জয় ক্রোয়েশিয়া১ বার
সর্বশেষ দেখা২০১৮ বিশ্বকাপ
২০১৮ বিশ্বকাপের দেখায়ক্রোয়েশিয়া জয়ী
ফলাফল৩-০
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া রেকর্ড ২০২২

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড

আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

  • আর্জেন্টিনা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-3-2-1
  • আর্জেন্টিনা দলের প্রথম একাদশ :
  • এমি মার্তিনেস
  • নেহুয়েল মলিনা
  • লিসান্দ্রো মার্তিনেস
  • নিকোলাস ওতামেন্দি
  • আকুইনা
  • রদ্রিগো দে পল
  • লিয়ান্দ্রো পারেদেস
  • এনজো ফের্নান্দেস
  • লাউতারো মার্তিনেস
  • লিওনেল মেসি
  • দি মারিয়া।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়া স্কোয়াড

ক্রোয়েশিয়া জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

ক্রোয়েশিয়া দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩

  • ক্রোয়েশিয়া দলের প্রথম একাদশ :

গোল কিপার

NameClub
Dominik LivakovicDinamo Zagreb
Ivica IvusicOsijek
Ivo GrbicAtletico Madrid

ডিফেন্ডার

NameClub
Josip StanisicBayern Munich
Borna BarisicRangers
Josip SutaloDinamo Zagreb
Dejan LovrenZenit St Petersburg
Borna SosaStuttgart
Josko GvardiolRB Leipzig
Domagoj VidaAEK Aethens
Josip JuranovicCeltic
Martin ErlicSassuolo

মিড ফিল্ডার

NameClub
Lovro MajerRennes
Mateo KovacicChelsea
Luka ModricReal Madrid
Marcelo BrozovicInter
Mario PasalicAtalanta
Nikola VlasicTorino
Luka SucicRB Salzburg
Kristijan JakicEintracht Frankfurt

আক্রমনাত্মকভাগ

NameClub
Ivan PerisicTottenham
Andrej KramaricHoffenheim
Marko LivajaHajduk Split
Bruno PetkovicDinamo Zagreb
Ante BudimirOsasuna
Mislav OrsicDinamo Zagreb

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

  • আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া খেলায় নি:সন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

FIFA world cup 2022 Argentina vs Croatia Live streaming TV broadcast

  • Btv
  • Gtv
  • T-sports
  • Star Sports 1
  • STAR Sports 3
  • Star Sports 2

Argentina vs Croatia world cup LIVE STREAMING

Argentina vs Croatia LIVE STREAMING Link : https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.