আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ score, খেলার পরিসংখ্যান, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [Argentina vs Mexico]
কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ score, খেলার পরিসংখ্যান, খেলা কবে, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী (prediction), লাইন-আপ ২০২২ ও খেলার লাইভ live সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। আর্জেন্টিনা vs মেক্সিকো দলের খেলা বাংলাদেশ সময় ২৬ নভেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টা থেকে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর ৭ম দিনের গ্রুপ-সি এর ম্যাচে আর্জেন্টিনা (Argentina) দলের মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো (Mexico)।
পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে রয়েছে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকোর। এরপর আরো ২ বিশ্বকাপে মুখোমুখি হয় তারা। বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ৩ ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ সালের জুলাইয়ের পর মেক্সিকোর কাছে হারেনি আলবিসেলেস্তেরা।
২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ভাগ্য নির্ধারিত হয়েছে C group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
FIFA world cup 2022 Live Score [Group D]
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলা কবে
- দল / দেশ : Argentina vs Mexico
- কখন : Argentina vs Mexico এর খেলা বাংলাদেশ সময় ২৬ নভেম্বর ২০২২ (শনিবার) দিবাগত রাত ১টায়।
- খেলার মাঠ বা ভ্যেনু : আল বাইত স্টেডিয়াম, আল খোর, কাতার।
ফিফা বিশ্বকাপ ২০২২ : আর্জেন্টিনা vs মেক্সিকো
আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান / Fact
বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকো এ পর্যন্ত মোট ৩৫ বার মুখোমুখি হয়েছিল। এখানে সেসব খেলার পরিসংখ্যান তুলে ধরা হলো :
খেলার তারিখ | দলের নাম | খেলার ফলাফল | স্কোর বোর্ড | প্রতিযোগিতা |
19 Jul 1930 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 6-3 | FIFA World Cup |
13 Mar 1956 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 0-0 | Pan American Championship |
22 Mar 1956 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 3-3 | Pan American Championship |
10 Mar 1960 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 3-2 | Pan American Championship |
17 Mar 1960 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-0 | Pan American Championship |
28 Mar 1962 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 1-0 | International Friendly |
22 Aug 1967 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Lose | 2-1 | International Friendly |
06 Feb 1973 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Lose | 2-0 | International Friendly |
31 Aug 1975 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | Copa de Mexico |
18 Sep 1984 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
25 Oct 1984 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
14 Nov 1985 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
17 Nov 1985 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
31 Jul 1987 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
02 Aug 1987 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
17 Jan 1990 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Lose | 2-0 | International Friendly |
17 Feb 1990 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Lose | 2-0 | International Friendly |
13 Mar 1991 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 0-0 | International Friendly |
20 Jun 1993 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | Copa America |
04 Jul 1993 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-1 | Copa America |
10 Feb 1999 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 1-0 | International Friendly |
09 Jun 1999 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 2-2 | International Friendly |
20 Dec 2000 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-0 | International Friendly |
04 Feb 2003 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 0-1 | International Friendly |
10 Jul 2004 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Lose | 0-1 | Copa America |
09 Mar 2005 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 1-1 | International Friendly |
26 Jun 2005 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 1-1 | FIFA Confederation Cup |
24 Jun 2006 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-1 | FIFA World Cup |
11 Jul 2007 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 3-0 | Copa America |
04 Jun 2008 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 1-4 | International Friendly |
27 Jun 2010 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 3-1 | FIFA World Cup |
08 Sep 2015 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Drawn | 2-2 | International Friendly |
16 Nov 2018 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-0 | International Friendly |
20 Nov 2018 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 2-0 | International Friendly |
10 Sep 2019 | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | Win | 4-0 | International Friendly |
আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচে চমক
- ১. ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মেক্সিকো। সে লড়াইয়ে ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে দুই দলের মধ্যকার তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে শেষবার ২০১০ সালে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
- ২. সব মিলিয়ে এ দুই দল মুখোমুখি হয়েছে ৩৫ বার। এরমধ্যে ১৬টি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। ১৪টি ড্র এবং মেক্সিকো জিতেছে ৫ বার।
- ৩. মেক্সিকো সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল ২০০৪ সালে। কোপা আমেরিকায় সেবার আর্জেন্টিনাকে হারানোর পর দুটি ড্র সহ আটবার ল্যাতিন আমেরিকানদের কাছে হেরেছে তারা।
- ৪. মেক্সিকো বিশ্বকাপে তাদের শেষ ২১টি গ্রুপ পর্বের ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে। ১০টি জয় ও আটটি ড্র। এবং শেষ নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ক্লিন শিট রেখেছে দলটি।
- ৫. বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আপসেটে আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত (২৫ জয় ও ১১ ড্র) থাকার রেকর্ড ভেঙেছে সৌদি আরব।
- ৬. নিজেদের শেষ তিনটি বিশ্বকাপ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে মেক্সিকো। মঙ্গলবার পোল্যান্ডের সাথে গোলশূন্য ড্র এবং ২০১৮ সালে সুইডেন ও ব্রাজিলের বিপক্ষে হারার ম্যাচে কোনো গোল করতে পারেনি। তবে টুর্নামেন্টে টানা চারটি ম্যাচে তারা কখনোই গোল করতে ব্যর্থ হয়নি।
- ৭. বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা কখনোই টানা দুটি ম্যাচে হারেনি।
- ৮. বিশ্বকাপে শেষ ছয় ম্যাচের চারটিতেই হেরেছে আর্জেন্টিনা।
- ৯. লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে তার শেষ পাঁচটি ম্যাচে গোল করেছেন। এর আগে শুধুমাত্র একবার (২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে) টানা ছয় ম্যাচে গোল করতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড
আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
আর্জেন্টিনা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : 4-3-2-1
- আর্জেন্টিনা দলের প্রথম একাদশ :
- এমি মার্তিনেস
- নেহুয়েল মলিনা
- লিসান্দ্রো মার্তিনেস
- নিকোলাস ওতামেন্দি
- আকুইনা
- রদ্রিগো দে পল
- লিয়ান্দ্রো পারেদেস
- এনজো ফের্নান্দেস
- লাউতারো মার্তিনেস
- লিওনেল মেসি
- দি মারিয়া।
কাতার বিশ্বকাপে মেক্সিকো স্কোয়াড
মেক্সিকো জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
মেক্সিকো দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩
- মেক্সিকো দলের প্রথম একাদশ :
- ওচোয়া (গোলরক্ষক)
- গ্যালার্দো
- মোরেনো
- মন্তেস
- সানচেজ
- শ্যাভেজ
- আলভারেজ
- হেরেরা
- ভেগা
- মার্তিন
- লোজানো
আর্জেন্টিনা বনাম মেক্সিকো ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
- আর্জেন্টিনা বনাম মেক্সিকো খেলায় নি:সন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 Argentina vs Mexico Live streaming TV broadcast
- Live broadcast in Toffee website : https://toffeelive.com
- Live broadcast in Toffee App : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1
- GTV live : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc
- England vs USA TV Live broadcast in BTV : https://live.btv.gov.bd
Argentina vs Mexico world cup LIVE STREAMING
England vs USA LIVE STREAMING Link : https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33