ঈদ-উল-আজহা ১ আগস্ট
বাংলাদেশে আগামী ১ আগস্ট ঈদ-উল-আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, দেশের আকাশে মঙ্গলবার (২১ জুলাই ২০২০) জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসেবে ১ আগস্ট ২০২০ ঈদ উদযাপন করা হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক সভায় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে, সৌদি আরবে ৩০ জুলাই হজ্ব ও ৩১ জুলাই ২০২০ ঈদ-উল-আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশেই ৩১ জুলাই ঈদ উদযাপন করা হবে। এবছর মাত্র ১০ হাজার মুসলিম হজে অংশ নিতে পারবেন। ২২ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।