উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসাইনমেন্ট ২০২১ : এসএসসি-এইচএসিসি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসাইনমেন্ট ২০২১ (এসএসসি-এইচএসসি) প্রকাশিত হয়েছে। করোনার কারণে আটকে থাকা এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার বিকল্প হিসেবে এসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।
এর মধ্যে এসএসসি-এইচএসসি ও মাদরাসার দাখিল-আলিমের কয়েক সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বাউবি ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে এই এসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়েছে।
জানা গেছে, পুনর্বিন্যাস করা সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৮টি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৫টি বিষয়ে এই এসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে।
Assignment links :
✅ HSC & SSC: Assignment Rules-2021
✅ HSC: Assignment Instruction
✅ HSC: Army, BAF, Navy
✅ HSC: Business 1st year, Business 2nd year, Humanities 1st year, Humanities 2nd year, Science 1st year, Science 2nd year
✅ SSC: Assignment Instruction
✅ SSC: Business 1st year, Business 2nd year, Humanities 1st year, Humanities 2nd year, Science 1st year, Science 2nd yearএসাইনমেন্ট সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বাউবির ওয়েবসাইটে : https://bou.ac.bd অথবা, https://bou.ac.bd/index.php/schools/open-school