২০২৩ সালের এইচএসসি টেস্ট পরীক্ষা এপ্রিলে, ফলাফল ২১ মে ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। সম্প্রতি সরকারি বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ২০২৩ সালের ছুটির তালিকায় এই তথ্য উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
Table of Contents
এইচএসসি টেস্ট পরীক্ষার তারিখ ও ফলাফল
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই নির্বাচনী পরীক্ষা চলবে ১৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত। ২১ মে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
২০২৩ সালে কলেজ ছুটি ৭১ দিন
২০২৩ সালে কলেজ ছুটি ৭১ দিন। গত ২২ ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা-২০২৩ অনুমোদন করা হয়েছে। এই তালিকা অনুযায়ী ২০২৩ সালে কলেজের সরকারি ছুটি থাকবে ৭১ দিন।
একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা ও ক্লাসের তারিখ ২০২৩
- কলেজের ছুটির ক্যালেন্ডার / শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণির ফাইনাল বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর ২০২৩।
- আর ৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল দেয়া হবে ২১ মে।
- আগামী ১ ফেব্রুয়ারিত থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে কলেজগুলোতে।