এসএসসি পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান ২০২২ : সব বোর্ডের উত্তর
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান ২০২২ pdf (ঢাকা বোর্ড সহ সব বোর্ডের প্রশ্নের সঠিক উত্তর) এখানে দেয়া হয়েছে। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা ২৬ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২২
পরীক্ষা : | SSC 2022 (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) |
পরীক্ষার বিষয় : | পৌরনীতি ও নাগরিকতা (Civics and citizenship) |
সিলেবাস : | সংক্ষিপ্ত সিলেবাস |
পরীক্ষার তারিখ : | ২৬ সেপ্টেম্বর ২০২২ |
Marks : | – |
পাস নম্বর : | – |
শিক্ষা বোর্ড : | ঢাকা শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড |
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা MCQ প্রশ্ন সমাধান ২০২২ সিলেট বোর্ড
- MCQ প্রশ্ন সেট : ক
- বোর্ড : সিলেট শিক্ষা বোর্ড
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা উত্তর ২০২২ কুমিল্লা বোর্ড
- MCQ প্রশ্ন সেট : গ
- বোর্ড : কুমিল্লা শিক্ষা বোর্ড
- ১। উত্তরঃ (ঘ) অ্যারিস্টটল
- ২। উত্তরঃ (ক) ভাষা আন্দোলন
- ৩। উত্তরঃ (খ) রাস্ট্রপতি
- ৪। উত্তরঃ (ঘ) i, ii ও iii
- ৫। উত্তরঃ ১৯৪৫
- ৬। উত্তরঃ বর্ণবৈষম্যবাদ বিলোপ সাধন করা
- ৭। উত্তরঃ (ঘ) বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা
- ৮। উত্তরঃ (গ) অধিকার
- ৯। উত্তরঃ (ঘ) আইয়ুব খান
- ১০। উত্তরঃ (গ) ম্যাকাইভার
১১। উত্তরঃ (ক) বুদ্ধি
১২। উত্তরঃ (খ) ঐশী মতবাদ
১৩। উত্তরঃ (ঘ) গণতান্ত্রিক মনোভাব প্রকাশে
১৪। উত্তরঃ (গ) যৌথ পরিবার
১৫। উত্তরঃ (গ) i ও iii
১৬। উত্তরঃ (খ) সার্ক
১৭। উত্তরঃ (ক) মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করছে
১৮। শব্দগত অর্থে নাগরিক হলো
উত্তরঃ (গ) নগরের অধিবাসী
১৯। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়-
উত্তরঃ (খ) নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে
২০। অলিখিত সংবিধান কোন দেশে প্রচলিত?
উত্তরঃ (ক) ব্রিটেন
- ২১। ভোটদান করা নাগরিকের কোন ধরনের অধিকার?
- উত্তরঃ রাজনৈতিক
- ২২। নিচের কোনটি আইনগত কর্তব্য?
- উত্তরঃ (খ) যোগ্যব্যক্তিকে ভোটদান করা
- ২৩। (ঘ) একনায়কতান্ত্রিক
- ২৪। (ক) i ও ii
- ২৫। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলি?
- উত্তরঃ (ঘ) একনায়কতান্ত্রিক
- ২৬। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার প্রধান কে?
- উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী
- ২৭। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে হয়েছে?
- উত্তরঃ (গ) ক্রমবিবর্তনের মাধ্যমে
- ২৯। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের-
- উত্তরঃ (ক) ২৩ মার্চ
- ২৯। জাতী সংঘের যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে-
- উত্তরঃ (ঘ) i, ii ও iii
- ৩০। জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয়ই অনুসরণ করে কোন দেশ?
- উত্তরঃ (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য বোর্ডের এসএসসি পৌরনীতি বিষয়ের প্রশ্নের উত্তর শিগগিরই আপলোড করা হবে।