এসএসসি ২০২২ : কোন দিন কী বিষয়ের পরীক্ষা


এডু ডেইলি ২৪ প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
এসএসসি ২০২২ : কোন দিন কী বিষয়ের পরীক্ষা

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন ৩১ জুলাই ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত রুটিন ইতোমধ্যে প্রস্তত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পরই এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা আগামী ১ অক্টোবরের মধ্যে শেষ হবে। তবে কারিগরি-মাদরাসার পরীক্ষা আরো ২ দিন বেশি চলবে। সে কারণে আলাদা ৩টি রুটিন তৈরি করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষার রুটিন ২৬ জুলাই অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এসএসসি ২০২২-এ কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা

  • ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র,
  • ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র,
  • ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, পরদিন
  • ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র,
  • ২২ সেপ্টেম্বর গণিত,
  • ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়),
  • ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ,
  • ২৭ সেপ্টেম্বর ভুগোল ও পরিবেশ,
  • ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি,
  • ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং
  • ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

উপরে উল্লিখিত বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ৭ দিন পর্যন্ত স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকালে কোনো পরীক্ষা হবে না।

প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। মাদরাসা ও কারিগরিতে আরও দুই দিন পর এ পরীক্ষা শেষ হতে পারে। এ দুই স্তরে সকাল-বিকেল পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করে তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

২৬ জুলাই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতঃপর মন্ত্রাণালয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুমোদনের পর ৩১ জুলাই ২০২২ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

পরীক্ষার রুটিনের pdf কপি ডাউনলোড

২৭ জুলাই চূড়ান্ত রুটিন অনলাইনে প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীরা http://dhakaeducationboard.gov.bd (ঢাকা বোর্ড) অথবা অন্য যেকোনো সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রুটিন (pdf) ডাউনলোড করতে পারবেন। দাখিল পরীক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bmeb.gov.bd) ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bteb.gov.bd) থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন।

SSC common subjects’ routine 2022

কমন বিষয়গুলোর পরীক্ষায় সব বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে-

SSC Subject NameExam DateTime / Schedule
Bangla 1st paper15 September 202211:00 am to 1:00 pm
Bangla 2nd paper17 September 202211:00 am to 1:00 pm
English 1st paper19 September 202211:00 am to 1:00 pm
English 2nd paper20 September 202211:00 am to 1:00 pm
Math22 September 202211:00 am to 1:00 pm

SSC science routine 2022

আবশ্যিক বিষয়ের পাশাপাশি বিজ্ঞান বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
Physics24 September 202211:00 am to 1:00 pm
Chemistry26 September 202211:00 am to 1:00 pm
Higher Math1 October 202211:00 am to 1:00 pm
Biology28 September 202211:00 am to 1:00 pm

SSC Business studies routine 2022

আবশ্যিক বিষয়ের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
Finance and Banking24 September 202211:00 am to 1:00 pm
Business Entrepreneurship26 September 202211:00 am to 1:00 pm
Accounting29 September 202211:00 am to 1:00 pm

SSC Humanities routine 2022

আবশ্যিক বিষয়ের পাশাপাশি মানবিক বিভাগের নৈর্বাচনিক বিষয়গুলো হলো-

SSC Subject NameExam DateTime / Schedule
History of Bangladesh & World civilization24 September 202211:00 am to 1:00 pm
Civics and Citizenship26 September 202211:00 am to 1:00 pm
Economics28 September 202211:00 am to 1:00 pm

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

এসএসসি ২০২২ রুটিন : কোন দিন কী বিষয়ের পরীক্ষা
এসএসসি ২০২২ : কোন দিন কী বিষয়ের পরীক্ষা 2

পরীক্ষার রুটিনের pdf কপি ডাউনলোড

এসএসসি পরীক্ষার্থীরা http://dhakaeducationboard.gov.bd (ঢাকা বোর্ড) অথবা অন্য যেকোনো সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রুটিন (pdf) ডাউনলোড করতে পারবেন। দাখিল পরীক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bmeb.gov.bd) ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.bteb.gov.bd) থেকে পরীক্ষার রুটিন সংগ্রহ করতে পারবেন।

Admission bcs dhaka education board Dhaka University dpe exam Government Job Hotel deals hsc job circular national university ntrca nu primary school psc result ssc অনার্স আবেদন এইচএসসি এনটিআরসিএ এসএসসি জাতীয় বিশ্ববিদ্যালয় জেএসসি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা পিএসসি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলাফল বিসিএস বৃত্তি ভর্তি ভর্তি তথ্য ভর্তি পরীক্ষা ভর্তি বিজ্ঞপ্তি মাস্টার্স শিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন সরকারি চাকরি স্থগিত স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষ

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post