|

করোনা সংক্রমণ ঠেকাতে মতলবের পশ্চিম পিংড়ার তরুণদের উদ্যোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম পিংড়া এলাকার যুবকরা নিজস্ব উদ্যোগে এলাকার বেশ কয়েকটি বাড়িসহ সড়কে জীবাণুনাশক ছিটিয়েছেন। এলাকার বেশ কয়েকজন শিক্ষার্থীরা এ উদ্যোগ নেন। অনুপ্রেরণা এবং জীবাণুনাশক দিয়ে সাহায্য করেন সোহাদ হোসেন। সার্বিক বিষয়টি দেখাশোনা করেন মো. মুকবুল হোসেন পাটওয়ারী।

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমন গাজী ও আজিদ পাটওয়ারীহ আরও অনেকে। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কাজে অংশগ্রহন করেন এলাকার তরুণরা। প্রতি সপ্তাহেই জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।