কলেজ ভর্তি ২০২৩ [একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ, কলেজ চয়েস ও ফি জমার নিয়ম]
কলেজ ভর্তি ২০২৩ [আবেদন ফরম পূরণ, কলেজ চয়েস ও ফি জমার নিয়ম] নিয়ে এখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির কার্যক্রম শিগগিরই শুরু হবে। অনলাইনে (www.xiclassadmission.gov.bd) ধাপে ধাপে আবেদন সম্পূর্ণ করা ও আবেদন ফি জমা দেয়ার নিয়ম সহজভাবে এখানে তুলে ধরা হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২২-২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান : | কলেজ |
ভর্তির শ্রেণি : | একাদশ শ্রেণি |
শিক্ষাবর্ষ : | ২০২২-২০২৩ |
আবেদনের তারিখ : | – |
ভর্তি আবেদন ফি : | ১৫০ টাকা |
অনলাইন আবেদন লিংক : | www.xiclassadmission.gov.bd |
ভর্তি ফলাফল প্রকাশের তারিখ : | – |
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নিয়ম ও ধাপ
- ১. নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট এর আবেদন ফি ১৫০ টাকা জমা দেয়ার পর আবেদনকারীকে http://xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে Apply Online বাটনে ক্লিক করতে হবে; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।
- ২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা (ধাপ ২.৩ অনুযায়ী) দিতে হবে।
- ৩. অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।
- ৪. এরপর আবেদনকারী “Preview Application” বাটনে ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন।
- ৫. Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী Submit বাটনে ক্লিক করবেন।
- ৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি Security Code থাকবে। এই Security Codeটি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
- ৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে Print নিতে পারবেন।
উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০ টাকা (একশত পঞ্চাশ) জমা দেয়ার Transaction IDটি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।
যেসব শিক্ষার্থী এসএসসি ফলাফল (২০২২) পুনঃনিরীক্ষার আবেদন করবে, তাদেরও এই সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।
কলেজ ভর্তি ২০২৩ (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ)
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৩ শিগগিরই প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া।
কলেজে একাদশ শ্রেণির ভর্তি সময়সূচি ২০২২-২০২৩
বিষয় বা কার্যক্রম | সময়-সূচি |
---|---|
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (যারা পুনঃ নিরীক্ষণের আবেদন করবে তাদেরও এই সময়ে মধ্যে আবেদন করতে হবে) | – |
আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি | – |
শুধুমাত্র পুন: নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ | – |
পছন্দক্রম পরিবর্তনের সময় | – |
১ম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ | – |
শিক্ষার্থী Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | – |
২য় পর্যায়ে আবেদন | – |
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশন ফলাফল প্রকাশ | – |
২য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ | – |
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) | – |
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ | – |
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল | – |
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ | – |
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ে Selection এবং আবেদন বাতিল হবে) | – |
ভর্তি (নিশ্চায়ন করা শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজ ভর্তি হবে) | – |
২০২২ সালে একাদশ শ্রেণির ক্লাস শুরু | – |
নিচের ছবিতে ২০২২ সালের উচ্চমাধ্যমিক কলেজ ভর্তি অর্থ্যাৎ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এর বিস্তারিত সময়সূচী দেওয়া হল-
কলেজে ভর্তির আবেদন ২০২২-২০২৩
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শুধূ অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।
- ভর্তি নীতিমালা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হতে পারে ডিসেম্বর মাসে। এরপর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। এরপর প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। শেষ ধাপে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
- পরের ধাপে, দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে । দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।
- এরপর, তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর, তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। সবশেষে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এরপর কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা ২০২৩
- ১. ২০২০, ২০২১, ২০২২ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০, ২০২১ ও ২০২২ সালে এসএসসি বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীগণ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তির্ণ শিক্ষার্থীসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
- ২. বিদেশি কোন বোর্ড বা অনুরুপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা (২.১) এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।
একাদশে ভর্তির গ্রুপ নির্বাচন যেভাবে
- ১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি;
- ২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি এবং
- ৩. ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোন ১টি;
- ৪. যেকোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপের যেকোন ১টি;
- ৫. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি।
কলেজ ভর্তির গ্রুপ নির্বাচন করার নিয়ম
i) সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :
- (ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রæপের যে কোনটি। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না;
- (খ) মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি এবং
- (গ) ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনটি।
ii) মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :
- (ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি;
- (খ) সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;
- (গ) মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;
- (ঘ) দাখিল (ভোক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি।
iii) কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :
- (ক) এসএসসি (ভোক)/দাখিল (ভোক) গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি ।
- iv) যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ এর যে কোনটি ।
অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২-২০২৩
১. শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা : https://www.xiclassadmission.gov.bd
২. শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পচ্ছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পচ্ছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারন করা হবে;
একাদশ শ্রেণিতে ভর্তি ফি ২০২২-২০২৩
- ১. “অনুচ্ছেদ-৮.২” অনুসরণপূর্বক কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ শিফট, পুরুষ, মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধরিত ভর্তি ফিসহ অনুমদিত অন্যান্য সকল ফি, ভর্তির নুন্যতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে প্রকাশ করবে।
- ২. বোর্ড পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ড সমূহে স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
- ৩. অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে;
- ৪. ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে;
৫. শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় প্রতি শিক্ষার্থী নিম্নোক্ত ফি প্রদান করবে –
- ১. রেজিস্ট্রেশন ফি – ১৩৫/-
- ২. ক্রীড়া ফি ৫০/-
- ৩. রোভার/রেঞ্জার ফি ১৫/-
- ৪. রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০%=১৬/-টাকা ১৬/-
- ৫. বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭/-
- ৬. বি. এন. সি. সি. ফি ৫/-
- সর্বমোট- ২২৮/-টাকা
- শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে;
- প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রিড়া মঞ্জুরি ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা বোর্ড প্রেরণ করতে হবে।
কলেজ ভর্তির আবেদন ফি দেয়ার নিয়ম
কলেজ ভর্তির আবেদন ফি জমা দেয়া যাবে টেলিটক প্রি-পেইড সিম কিংবা সোনালী পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, উপায়) মাধ্যমে।
- Nagad Payment System
- Sonali Web Payment System
- Sonali eSheba Payment System
- teletalk Payment System
- bKash Payment System
- Rocket Payment System
- Upay Payment System
বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম
- ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন ।
- ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে xi class admission সিলেক্ট করুন ।
- ধাপ-৩: তারপর বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার ।
- ধাপ-৪: ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
- ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
- ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে ।
- ধাপ-৭: আপনার মোবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের
- ডিজিটাল রিসিট ।
টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম :
কলেজে ভর্তির সাধারণ নির্দেশনা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান শ্রেণিতে
- ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে।
- ৮ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী ২০২৩ (সম্ভাব্য) তারিখের মধ্যে একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে।
- ভর্তি সংক্রাস্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফলের জন্য নির্ধারিত ওয়েবসাইট
- http://xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে।
- এই ভর্তি নির্দেশিকার যে কোন ধারা/নিয়মাবলীর সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- ইন্টারনেটের মাধ্যমে সর্বনি¤œ ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/মাদ্রাসা) আবেদনের জন্য ১৫০ টাকা (সার্ভিস চার্জ সহ) আবেদন ফি।
- প্রযোজ্য হবে। ইন্টানেটের মাধ্যমে আবেদনের জন্য নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট-এর মাধ্যমে ১৫০ টাকা প্রদান করতে হবে।
- সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে- একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রæপে আবেদন করা যাবে।
- ইন্টারনেটে আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের/অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে, যেটি শিক্ষার্থীর কনটাক্ট নাম্বার হিসেবে বিবেচিত হবে। কনটাক্ট নাম্বারটি শিক্ষার্থীর জন্য অতীব গুরত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যোগাযোগ ও আবেদনের জন্য কিংবা আবেদন সংশোধনের জন্য এই কনটাক্ট নাম্বারটির প্রয়োজন হবে।
- প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় শিক্ষার্থী নিজের/অভিভাবকের যে ঈড়হঃধপঃ মোবাইল নম্বর প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে। এই নম্বরের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া অত্যাবশ্যক।
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং তাঁর (যাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করছেন) সাথে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করতে হবে। ভর্তির সময় পূরণকৃত জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর (অভিভাবকের) পূরণ করা থাকলে ভর্তি প্রক্রিয়া সহজতর হবে।
- একাধিক শিক্ষার্থীর আবেদনে একই কনটাক্ট নাম্বার ব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর কনটাক্ট নাম্বার ভিন্ন ভিন্ন হতে হবে।
- শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট/ভার্সন/গ্রুপ অনুযায়ী পছন্দক্রম প্রযোজ্য হবে। ইন্টারনেটে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে (অর্থাৎ এন্ট্রি করতে পারবে)।
- ফলাফল প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ ৫(পাঁচ) বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের তারিখ (সম্ভ্যাব্য) ৮ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী ২০২৩। তবে প্রাথমিক নিশ্চায়নের পর আর কোন পরিবর্তন করা যাবে না।
- ৩টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অন-লাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮ টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে এক জন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে, মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২২
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ২০২২-এ যা যা থাকছে :
- এবার একাদশ শ্রেণিতে যে কোনো বয়সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এজন্য উন্ক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছর বয়সের শর্ত তুলে দেওয়া হয়েছে।
- সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।
- এছাড়া ২০২০-২০২২ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
- ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অফিসিয়ালি প্রকাশ হলে ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানা যাবে। এই নীতিমালা ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই প্রকাশ করবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।
কলেজে ভর্তি আবেদনের ওয়েবসাইট
>> একাদশ শ্রেণিতে ভর্তি (২০২২-২০২৩) সংক্রান্ত নির্দেশনা : http://xiclassadmission.gov.bd/notice_2021/Nirdeshika2021.pdf
XI Admission – College List (Board Wise)
Board list | College list with details (Link) |
Dhaka board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DHAKA.pdf |
Cumilla board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CUMILLA.pdf |
Rajshahi board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_RAJSHAHI.pdf |
Jashore board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_JASHORE.pdf |
Chattogram board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CHATTOGRAM.pdf |
Barishal board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_BARISHAL.pdf |
Sylhet board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_SYLHET.pdf |
Dinajpur board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DINAJPUR.pdf |
Mymensing board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MYMENSINGH.pdf |
Madrasah board | http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MADRASAH.pdf |
Dhaka board college list 2022 – Minimum point and availabe seats
Click to see all colleges of dhaka board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DHAKA.pdf
Cumilla board college list 2022 – Minimum point and availabe seats
Click to see all colleges of cumilla board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CUMILLA.pdf
Rajshahi board college list 2022 – Minimum point and availabe seats
Click to see all colleges of Rajshahi board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_RAJSHAHI.pdf
Jashore board college list 2022 – Minimum point and availabe seats
Click to see all colleges of Jashore board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_JASHORE.pdf
Chattogram / Chittagong board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Chattogram board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CHATTOGRAM.pdf
Barishal board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Barishal board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_BARISHAL.pdf
Sylhet board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Sylhet board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_SYLHET.pdf
Dinajpur board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Dinajpur board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DINAJPUR.pdf
Mymensing board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Mymensing board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MYMENSINGH.pdf
Madrasah board college list 2022 – Minimum point and availabe seats
- Click to see all colleges of Madrasah board : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MADRASAH.pdf
কোন কলেজে কত জিপিএ ২০২৩ (সম্ভাব্য)
এই তালিকা গত শিক্ষাবর্ষের আলোকে করা হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই তালিকা হালনাগাদ করা হবে।
Institute Name | Humanities | Business | Science |
---|---|---|---|
Rajuk Uttara Model College | 3.75 | 4.00 | 5.00 |
Notre Dame College | 3.00 | 4.00 | 5.00 |
Dhaka College | 4.50 | 4.75 | 5.00 |
Ideal School And College | 3.00 | 4.50 | 5.00 |
City College | 3.00 | 4.00 | 5.00 |
Birshreshtha Noor Mohammad Public College | 3.22 | 4.00 | 5.00 |
Milestone College | 2.00 | 2.00 | 4.00 |
Viqarunnisa Noon School And College | 3.00 | 4.50 | 5.00 |
All BAF Shaheen College | 3.50 | 3.75 | 4.75 |
Adamjee Cantonment College | 3.72 | 4.50 | 5.00 |
National Ideal College | 2.50 | 3.50 | 5.00 |
Holy Cross College | 3.50 | 4.50 | 5.00 |
St. Joseph College | 2.50 | 3.00 | 3.00 |
Shamsul Hoque Khan School & College | 3.00 | 4.00 | 4.50 |
একাদশ শ্রেণিতে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?
একাদশ শ্রেণিতে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এই তালিকা (বোর্ড বা বিভাগ ভিত্তিক) www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
একাদশ শ্রেণিতে কোন কলেজে কত আসন?
একাদশ শ্রেণিতে কোন কলেজে কত আসন, এই তালিকা (বোর্ড বা বিভাগ ভিত্তিক) www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরো দেখুন >>
♦ কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে ২০২২
♦ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২২
সরকারি কলেজের তালিকা
ডাচ বাংলা স্কলারশিপ ২০২২
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।