কাতার বিশ্বকাপ ট্রফির দাম কত ২০২২ ও কোন দল কত টাকা পাবে – এ ব্যাপারে বিস্তারিত এই পোস্টে তুলে ধরা হলো। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। নিজের শেষ বিশ্বকাপে সেরার শিরোপা পেয়েছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের সেরা ফুটবলার হিসাবে সোনার বল জিতেছেন তিনি। অন্য দিকে সব থেকে বেশি গোল করায় সোনার বুট গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের হাতে। বিশ্বকাপ জেতার পরে মেসিরা যে ট্রফি জিতেছেন সেটা কি আসল সোনার তৈরি? তার দামই বা কত? বিশ্বকাপে জেতা সোনার বুট বা সোনার বলও কি সত্যিকারের সোনার তৈরি?
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার (Qatar) |
ফাইনাল ম্যাচ : | ১৮ ডিসেম্বর ২০২২ |
বিজয়ী দল : | আর্জেন্টিনা |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
কাতার বিশ্বকাপ ট্রফির আকার ও স্বর্নের পরিমাণ
বিশ্বকাপের ট্রফি নিরেট সোনার তৈরি। ৩৬.৫ সেন্টিমিটার লম্বা ও ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধের এই ট্রফি ৬১৭৫ গ্রাম সোনা দিয়ে তৈরি। আমাদের দেশে ১০ গ্রামে ১ ভরি ধরা হয়। সেই হিসাবে বিশ্বকাপ ট্রফি ৬১৭ ভরি ৫ গ্রাম সোনা দিয়ে তৈরি। খাঁটি সোনা বলতে বোঝায় ২৪ ক্যারেট। আমাদের দেশে গয়না সাধারণত হয় ২২ ক্যারেট সোনার। তবে বিশ্বকাপের ট্রফিতে সোনা হয় ১৮ ক্যারেটের।
কাতার বিশ্বকাপ ট্রফির দাম কত ২০২২
বিশ্বকাপের ট্রফির দামও নেহাত কম নয়। নিরেট সোনার তৈরি এই ট্রফির মূল্য ভারতীয় মুদ্রায় ১৬৫ কোটি ২৬ লক্ষ টাকা। বিশ্বে সব মিলিয়ে যতগুলি প্রতিযোগিতা হয় তার মধ্যে ফুটবল বিশ্বকাপ ট্রফির দাম সব থেকে বেশি।
বিশ্বকাপের ট্রফি সোনার হলেও ফুটবলাররা যে পদক পান, সেগুলো কিন্তু সোনার নয়। পদকগুলি ব্রোঞ্জের তৈরি। তার উপরে সোনার পাত বসানো। ঠিক তেমন ভাবেই সোনার বুট ও সোনার বলও নিরেট সোনার নয়। ব্রোঞ্জের তৈরি। তার উপরে সোনার পাত বসানো থাকে।
কাতার বিশ্বকাপে বিজয়ী কোন দল কত টাকা পাবে
এ বারের বিশ্বকাপের পুরস্কারমূল্য আগের থেকে বেশ অনেকটাই বাড়িয়েছে ফিফা। ফলে প্রতিটি পর্যায়ে আগের থেকে বেশি অর্থ পাওয়া যাবে।
এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৩৫৭৩ কোটি টাকা) পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার পুরস্কারমূল্য ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। যত বেশি এগিয়ে যাওয়া যাবে, ততই পুরস্কারের অর্থ বাড়বে।
- বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দেশগুলি বিদায় নেবে, তারা প্রত্যেকে ৯০ লক্ষ ডলার বা ৭৪ কোটি টাকা করে পাবে। প্রি-কোয়ার্টারে উঠলেই পাওয়া যাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৩৮ কোটি টাকা পাওয়া যাবে।
- চতুর্থ স্থানাধিকারী দল পাবে আড়াই কোটি ডলার বা ২০৪ কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২২০ কোটি টাকা।
- ফাইনালে পরাজিত দলের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার বা ২৪৫ কোটি টাকা।
- বিশ্বকাপ ফাইনালে ট্রফি বিজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩৪৪ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীর থেকে প্রায় ১০০ কোটি টাকা বেশি!
- ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লক্ষ ডলার।
- ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনোই ১ কোটি ডলারের বেশি পায়নি। প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়াচ্ছে।
- ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তাই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।
FIFA World Cup Prize Money 2022
Position | Prize Money in Dollar ($) |
Winner (Argentina) | 42 Million |
Runner-up (France) | 30 Million |
3rd (Croatia) | 27 Million |
4th (Morocco) | 25 Million |
Quarter-finalists | 17 Million |
Group stage teams | 13 Million |
FIFA world cup champion / winner list 2022
The FIFA World Cup is the most prestigious soccer competition in the world. Played every four years, the World Cup hosts the top 32 national teams in a monthlong tournament. The host country is selected by FIFA’s Council. The full list of World Cup Winners is below.
CHAMPION | RUNNER UP | THIRD PLACE | HOST | TEAMS | MATCHES | GOALS |
---|
2022 | Argentina | France | Croatia | Qatar | 32 | 64 | 172 |
2018 | France | Croatia | Belgium | Russia | 32 | 64 | 169 |
2014 | Germany | Argentina | Netherlands | Brazil | 32 | 64 | 171 |
2010 | Spain | Netherlands | Germany | South Africa | 32 | 64 | 145 |
2006 | Italy | France | Germany | Germany | 32 | 64 | 147 |
2002 | Brazil | Germany | Turkey | South Korea, Japan | 32 | 64 | 161 |
1998 | France | Brazil | Croatia | France | 32 | 64 | 171 |
1994 | Brazil | Italy | Sweden | United States | 24 | 52 | 141 |
1990 | Germany | Argentina | Italy | Italy | 24 | 52 | 115 |
1986 | Argentina | Germany | France | Mexico | 24 | 52 | 132 |
1982 | Italy | Germany | Poland | Spain | 24 | 52 | 146 |
1978 | Argentina | Netherlands | Brazil | Argentina | 16 | 38 | 102 |
1974 | Germany | Netherlands | Poland | West Germany | 16 | 38 | 97 |
1970 | Brazil | Italy | Germany | Mexico | 16 | 32 | 95 |
1966 | England | Germany | Portugal | England | 16 | 32 | 89 |
1962 | Brazil | Czechia | Chile | Chile | 16 | 32 | 89 |
1958 | Brazil | Sweden | France | Sweden | 16 | 35 | 126 |
1954 | Germany | Hungary | Austria | Switzerland | 16 | 26 | 140 |
1950 | Uruguay | Brazil | Sweden | Brazil | 13 | 22 | 88 |
1938 | Italy | Hungary | Brazil | France | 15 | 18 | 84 |
1934 | Italy | Czechia | Germany | Italy | 16 | 17 | 70 |
1930 | Uruguay | Argentina | United States | Uruguay | 13 | 16 | 70 |
কাতার বিশ্বকাপ ট্রফির মূল্য কত?
বিশ্বকাপ ফাইনালে ট্রফি বিজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩৪৪ কোটি টাকা।