কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। কারারক্ষী পদে (পুরুষ ও মহিলা) মোট ৩৮৩ জন নিয়োগ দেবে কারা অধিদপ্তর। আবেদন করতে হবে অনলাইনে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। আবেদন করতে হবে ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে।
Table of Contents
কারা অধিদপ্তর নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম : | কারা অধিদপ্তর |
পদের সংখ্যা : | ৩৮৩টি |
চাকরির ধরন : | সরকারি চাকরি |
পদের নাম : | কারারক্ষী (৩৫৪টি), মহিলা কারারক্ষী (২৯টি) |
আবেদনের তারিখ : | ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ |
আবেদন ফি : | ১১২ টাকা |
ওয়েবসাইট : | http://prison.teletalk.com.bd |
পদের নাম ও সংখ্যা
- ১. কারারক্ষী - ৩৫৪টি
- ২. মহিলা কারারক্ষী - ২৯টি
আবেদনের যোগ্যতা
ক. কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ. ন্যূনতম শারীরিক যোগ্যতা :
- উচ্চতা : পুরুষ ১.৬৭ মিটার, মহিলা ১.৫৭ মিটার।
- বুকের মাপ : পুরুষ ৮১.২৮ সেন্টিমিটার, মহিলা ৭৬.৮১ মিটার।
- ওজন : পুরুষ ৫২ কেজি, মহিলা ৪৫ কেজি।
- বৈবাহিক অবস্থা : প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
আবেদনের বয়স
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১-১২-২০২২ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
অনলাইনে আবেদনের নিয়ম
আবেদন অনলাইনে করতে হবে http://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে পর্যন্ত জমা দিতে পারবে ।
কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - বাংলাদেশ জেল কারারক্ষী নিয়োগ ২০২২
