কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২ – মেধা ও অপেক্ষমান তালিকা (pdf)
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২ (প্রাথমিক মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা) প্রকাশ হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে এই দেশের ৮টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ও মেরিট লিস্ট প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থরা ন্যূনতম ৬২ নম্বর (পাস নম্বর) পেয়েছেন, তারাই মেধাতালিকায় স্থান পেয়েছেন বলে জানা গেছে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২
সমন্বিত ভর্তি : | ৮ কৃষি বিশ্ববিদ্যালয় |
সেশন : | ২০২১-২০২২ শিক্ষাবর্ষ |
ভর্তি পদ্ধতি : | গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি (cluster) |
ভর্তি পরীক্ষার তারিখ : | ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার (সকাল ১১.৩০টা থেকে ১২.৩০টা) |
ভর্তি পরীক্ষার রেজাল্ট (১ম মেধা তালিকা) | ১৫ সেপ্টেম্বর ২০২২ |
সমন্বিত মেধা তালিকা : | ৩০ সেপ্টেম্বর ২০২২ |
পরীক্ষার্থী সংখ্যা : | ৭৯,১৪৭ জন |
সাধারণ মেরিট লিস্টে স্থান : | ৩২৩০ জন |
সাধারণ ওয়েটিং লিস্টে স্থান : | ৬৪৬০ জন |
অফিসিয়াল ওয়েবসাইট : | https://acas.edu.bd |
১ম মেধা তালিকার ভর্তি ১৬-২০ সেপ্টেম্বর
২০২২ সালের সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার জন্য ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম বাছাই করে সাবমিট করতে পারবেন।
সমন্বিত মেধাতালিকার রেজাল্ট ৩০ সেপ্টেম্বর
পরবর্তী সময়ে ফলাফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ধারিত অনুষদে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। ৩০ সেপ্টেম্বর ২০২২ শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সমন্বিত মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক এ এম এম শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেহেতু ফলাফল ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রকাশ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছিল, সেহেতু আমরা রাত ১২ টার পরেই ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়া হয়েছে।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর ২০২২ (শনিবার) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কৃষি ও একটি কৃষিপ্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা হয়। এবারের গুচ্ছভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো-
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেকশন রেজাল্ট (নোটিশ)
agriculture university admission result 2022 pdf
8 agriculture university admission result 2022 pdf download link (39 pages – 1st Merit list & waiting list) : https://acas.edu.bd/assets/static/ACAS_Admission_Test_Result_2021_22.pdf
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির পাস নাম্বার কত?
২০২১-২০২২ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির পাস ৬২।