চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘সাইন্স ফ্রিক ১.০’

করোনা উদ্ভুত পরিবেশে নাজেহাল যখন বিশ্ব ঠিক সে সময়ে তথ্য প্রযুক্তির ব্যবহার আমাদের কে নতুন দিগন্তের দুয়ার খুলে দিয়েছে। শারীরিক ভাবে দূরে থেকেও প্রযুক্তির হাত ধরে একইভাবে চলছে শিক্ষার কার্যক্রম। আর বিজ্ঞান চর্চা চলবে না তা কি মানা যায়!একজন বিজ্ঞানপ্রেমী হয়ে বলবো অবশ্যই না! আর এই জবাব কে ন্যায্যতা দিতে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব নিয়ে এলো বিজ্ঞানবিত্তিক ইভেন্ট ‘সাইন্স ফ্রিক ১.০’।

বিজ্ঞানের জ্ঞান শুধু আমাদের অন্তরেই গেথে না রেখে তা সর্বদিকে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা।আর আশা করি এই প্রতিজ্ঞার সফল বাস্তবায়নে আপনারাও থাকবেন আমাদের সাথে।

৫টি সেগমেন্ট রয়েছে এই ইভেন্টে – অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিয়ষয়ক গল্প, ইনোভেশন ফরম হোম,সায়েন্স মিম,পাবজি টুনামেন্ট। প্রতিটি সেগমেন্টে রয়েছে আর্কষণীয় পুরষ্কার।

ইভেন্টের প্রতিপাদ্য–”Science knows no country, because knowledge belongs to humanity, and is the torch which illuminates the world.” (Louis pasteur)

Science freak 1.0 chandpur school