সরকারিভাবে জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ > ২৪০ পদে নিয়োগ, বেতন ১৮৪০৮ টাকা [BOESL]


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ১৫, ২০২৩, ২:৫৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন /
সরকারিভাবে জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ > ২৪০ পদে নিয়োগ, বেতন ১৮৪০৮ টাকা [BOESL]

সরকারিভাবে জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ সংক্রান্ত ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেল প্রকাশিত ৩টি বিজ্ঞপ্তিতে মেশিন অপারেটর পদ মোট ২৪০টি। সবগুলো পদেই শুধুমাত্র মহিলা কর্মীরা যেতে পারবেন। মাসিক বেতন ১৮৪০৮ টাকা+।

জর্ডানে কোন গার্মেন্টস কত জন নিয়োগ দেবে

গার্মেন্টস এর নামপদের নামপদের সংখ্যা
Atateks Foreign Tradeসুইং মেশিন অপারেটর (মহিলা)১৫টি
New Centuryসুইং মেশিন অপারেটর (মহিলা)১০০টি
Classic Fashionমহিলা মেশিন অপারেটর১২৫টি
জর্ডানে কোন গার্মেন্টস কত জন নিয়োগ দেবে

মেশিন অপারেটর পদের বেতন

সুইং মেশিন অপারেটর (মহিলা) পদে মাসিক বেতন ১৭৭ মার্কিন ডলার (১৮,৪০৮ টাকা+) ও মহিলা মেশিন অপারেটর পদের মাসিক বেতন ১২৫ জর্দানি দিনার (১৮,৪০৮ টাকা+)।

সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস ভিসা ২০২৩ > BOESL নিয়োগ বিজ্ঞপ্তি

  • Atateks Foreign Trade circular 2023 pdf download link :

http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/6d9d5969_a9bc_4c64_bc56_25a23066a44d/2023-03-06-07-26-97b49626fb1d1d26219e19616e39fadf.pdf

গার্মেন্টসের মেশিন অপারেটর এর কাজ কি?

  1. কাজ শুরুর কমপক্ষে ১০ মিনিট পূর্বে সুইং অপারেটরকে কর্মক্ষেত্রে উপস্হিত হতে হবে।
  2. মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  3. প্রতি ঘন্টায় Target ও Capacity অনুযায়ী ঠিক মত Production দিতে হবে।
  4. Target ও Capacity অনুযায়ী একাধিক মেশিন চালানো লাগতে পারে।
  5. Line Balancing এর ক্ষেত্রে কোনো Machine বা Operation-এ দিলে তা মনোযোগের সহিত কাজ করতে হবে।
  6. Line এর Efficiency Level ঠিক রেখে কাজ করতে হবে এবং পাশাপাশি নিজের Individual Efficiency Level বাড়াতে হবে।
  7. Recruitment এর সময়ের প্রত্যেক Operation এর Efficiency Level ধরে রেখে কাজ করতে হবে এবং ক্রমান্নয়ে তা increase করতে হবে।
  8. প্রত্যেক Operator-কে তার Skill Develope করতে হবে(যেমন একাধিক Process এর কাজ শিখতে হবে পর্যায়ক্রমে P,SP Grade ইত্যাদি কাজও শিখতে হবে)।
  9. প্রতোক Operator-কে তাদের কাজ চেক করে Quality নিশ্চিত করে পরবর্তী প্রসেস এ পাস করতে হবে।
  10. সুইং অপারেটর কে পর্যায়ক্রমে নিজেকে Zero Defect Operator হিসাবে প্রমান করতে হবে।

এ ধরনের আরো কাজ বা দায়িত্ব গার্মেন্টসের একজন মেশিন অপারেটরকে করতে হয়।

3.3/5 - (6 votes)