জাপান বনাম কোস্টারিকা পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [Japan vs Costa rica]

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২-এ জাপান বনাম কোস্টারিকা পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ সংক্রান্ত তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। জাপান vs কোস্টারিকা দলের খেলা বাংলাদেশ সময় ২৭ নভেম্বর ২০২২ (রবিবার) বিকাল ৪টা থেকে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর ৮ম দিনের গ্রুপ-ই এর ম্যাচে জাপান (Japan) দলের মুখোমুখি হতে যাচ্ছে কোস্টারিকা (Costa rica)।

২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে জাপান দলের ভাগ্য নির্ধারিত হয়েছে E group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে জার্মানি, স্পেন, জাপান কোস্টারিকা

FIFA world cup 2022 Live Score [Group E]

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

জাপান বনাম কোস্টারিকা খেলা কবে

  • দল / দেশ : Japan vs Costa rica
  • কখন : Japan vs Costa rica এর খেলা বাংলাদেশ সময় ২৭ নভেম্বর ২০২২ (শনিবার) বিকাল ৪টায়।
  • খেলার মাঠ বা ভ্যেনু : আহমদ বিন আলি স্টেডিয়াম, দোহা।

ফিফা বিশ্বকাপ ২০২২ : জাপান vs কোস্টারিকা

কাতার বিশ্বকাপে জাপান স্কোয়াড

জাপান জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

জাপান দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১

  • আর্জেন্টিনা দলের প্রথম একাদশ :
  • গোন্ডা (গোলরক্ষক)
  • তোমিয়াসু
  • ইতাকুরা
  • ইয়োশিদা
  • নাগাতোমো
  • এন্ডো
  • তানাকা
  • ইতো
  • কুবো
  • কামাদা
  • আসানো 

কাতার বিশ্বকাপে কোস্টারিকা স্কোয়াড

কোস্টারিকা জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

কোস্টারিকা দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৪-২

  • কোস্টারিকা দলের প্রথম একাদশ :
  • নাভাস (গোলরক্ষক)
  • ওভিয়েডো
  • ডুয়ার্টে
  • ক্যালভো
  • ওয়াস্টন
  • টেজেডা
  • বোর্হেস
  • ফুলার
  • বেনেট
  • ক্যাম্পবেল
  • কন্টেরাস

জাপান বনাম কোস্টারিকা পরিসংখ্যান / Fact

  • ১. জাপান এর আগে কখনোই কোস্টারিকার সঙ্গে হারেনি। আগের পাঁচ লড়াইয়ে চারটি জয়ে প্রতি ম্যাচে ঠিক তিনটি গোল করে জাপান। অপর ম্যাচটি ড্র।
  • ২. ২০০২ সালে চীনকে ২-০ ব্যবধানে হারানো বিশ্বকাপে এশিয়ান দেশের বিপক্ষে একমাত্র জয় কোস্টারিকার।
  • ৩. ২০০২ সালে রাশিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে টানা দুটি জয়ের পর ফের এবার টানা দুটি জয়ের হাতছানি রয়েছে জাপানের। প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারায় দলটি।

  • ৪. কোস্টারিকা তাদের উদ্বোধনী ম্যাচে স্পেনের কাছে ৭-০ ব্যবধানে হেরেছে। বিশ্বকাপে এর আগের আটটি ম্যাচে তারা সাত গোল হজম করেছিল।
  • ৫. ২০১৪ সালে গ্রুপ পর্বে উরুগুয়ে এবং ইতালি উভয়কে হারানো পর থেকে, কোস্টারিকা শেষ সাতটি বিশ্বকাপ ম্যাচে (তিন ড্র ও তিন হার) জয়হীন। এরমধ্যে পাঁচটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে তারা।
  • . স্পেনের বিরুদ্ধে, কোস্টারিকা একটিও শট নিতে পারেনি। বিশ্বকাপে এটা দ্বিতীয় দৃষ্টান্ত (১৯৬৬ সাল থেকে অপ্টা ডাটা নেওয়া শুরু করে)। এর আগেরটাও কোস্টারিকারই। ১৯৯০ সালে ব্রাজিলের বিপক্ষে।

  • ৭. ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জার্মানির বিপক্ষে ২৬টি শটের মুখোমুখি হয়েছিল জাপান, যা বিশ্বকাপে একটি ম্যাচে সবচেয়ে বেশিবার শটের মুখোমুখি হওয়ার রেকর্ড।
  • ৮. এটা জাপানের টানা সপ্তম বিশ্বকাপ আসর। অন্যদিকে প্রথমবারের মতো টানা তিনবার বিশ্বকাপে খেলছে কোস্টারিকা।

জাপান বনাম কোস্টারিকা ম্যাচের চমক

  • জার্মান দৈত্য বধের দুই নায়ক রিতসু দোয়ান ও তাকুমা আসানো আবারও খুঁজে নেবেন জাল, তেমনটাই থাকবে জাপান ভক্তদের প্রত্যাশা। রিয়েল সোসিয়েদাদের তাকেফুসা কুবোকেও মর্যাদা রাখতে হবে তার নামের।

  • স্পেনের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা কেইলর নাভাসকে ফিরতে হবে নিজের সেরা ফর্মে। পাশাপাশি সান্ডারল্যান্ডের জুইসন বেনেটের দিকেও চেয়ে থাকবে ভক্তরা।

জাপান বনাম কোস্টারিকা ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

  • জাপান বনাম কোস্টারিকা খেলায় জাপান এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

FIFA world cup 2022 Japan vs Costa rica Live streaming TV broadcast

Japan vs Costa rica world cup LIVE STREAMING

England vs USA LIVE STREAMING Link : https://toffeelive.com/#video/36a828a74c6b885ba29eab98e118168c33

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Reporter

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.