ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩ | BRTA DL CHEACKER

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩ (BRTA DL CHEACKER APP) এখানে দেওয়া হয়েছে। অনলাইনে সহজেই চেক করুন BRTA ড্রাইভিং লাইসেন্স এর তথ্য, যারা আবেদন করেছেন তাদের সর্বশেষ অবস্থা বা status এর আপডেট।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৩

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য সবার প্রথমেই BRTA DL Checker অ্যাপ ইনস্টল করুন স্মার্টফোনের Google play store থেকে। অথবা এই লিংক থেকেও ডাউনলোড / ইনস্টল করা যাবে : https://play.google.com/store/apps/details?id=com.madrassecurityprinters.dl_checker

  1. এই অ্যাপ open করলে ড্রাইভিং লাইসেন্স (যারা লাইসেন্স পেয়েছেন) অথবা BRTA রেফারেন্স নাম্বার (যারা আবেদন করে রেফারেন্স নাম্বার পেয়েছেন, কিন্তু লাইসেন্স পাননি বা প্রক্রিয়াধীন আছে) দিন।
  2. জন্ম তারিখ দিন।
  3. Search প্রেস করে জেনে নিন ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ তথ্য।

ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন স্ট্যাটাসের অর্থ

১. প্রিন্ট এরোর (PRINT ERROR) : আপনার প্রদেয় ডকুমেন্টস এ ভুল আছে, BRTA তে দ্রুত যোগাযোগ করুন!

২. রেডি ফর প্রিন্ট (READY FOR PRINT) : কার্ড প্রিন্ট এর জন্য অনুমতি পেয়েছে!

৩. QUALITY CHECK (READING COMPLETE) : কার্ড প্রিন্ট হয়ে চেকিং এ আছে! এখানে, কার্ডের কালার কোয়ালিটি, কার্ডের চিপ ঠিকমতো কাজ করছে কিনা, চেক করে দেখা হয়!

৪.রেডি ফর ডিসপ্যাচ (READY FOR DISPATCH) : কার্ড প্রস্তুত, এখন কার্ডগুলো বাংলাদেশ BRTA এর কাছে হস্তান্তরের জন্য পাঠানো হবে!

৫. ডিসপ্যাচড (DISPATCHED) : কার্ড বাংলাদেশ BRTA এর কাছে পাঠানো হয়েছে।

৬. SHIPMENT HAND OVER TO POST) : বাংলাদেশ BRTA কার্ড রিসিভ করেছে!

৭. SHIPMENT RECEIVE IN CIRCLE OFFICE : উক্ত কার্ড সংশ্লিষ্ট BRTA তে এসে গেছে বা এটি ডেলিভারি দেওয়ার উপযোগী। এই অবস্থায় আপনি BRTA তে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.