দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – পদ ১৭৩টি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ৭ ক্যাটাগরির পদে মোট ১৭৩ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ জুন ২০২২।





এক নজরে

প্রতিষ্ঠান : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
পোস্ট ক্যাটাগরি :৭টি
মোট পদের সংখ্যা : ১৭৩টি
আবেদন ফি : ৫০ ও ১১২ টাকা
অনলাইনে আবেদন শুরু : ২৫ মে ২০২২
আবেদনের শেষ সময় : ২৪ জুন ২০২২
আবেদনের লিংক : ddmr.teletalk.com.bd

কোন পদে কত জন

১. পদের নাম : কম্পিউটার অপারেটর
শূন্যপদের সংখ্যা : ১টি
বেতন স্কেল : ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি।

০২. পদের নাম : উচ্চমান সহকারী
শূন্যপদের সংখ্যা : ২৩টি
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : MS Word Processing, E-mail, Fax ইত্যাদি চালনায় অভিজ্ঞ হতে হবে।

৩. পদের নাম : ওয়্যারলেস অপারেটর
শূন্যপদের সংখ্যা : ৭টি
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস এবং টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট।

৪. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শূন্যপদের সংখ্যা : ১১৫ টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : MS Word Processing, E-mail, Fax ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম : গাড়িচালক
শূন্যপদের সংখ্যা : ০৪ টি
বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস।
অভিজ্ঞতা : ৩ বছর।

৬. পদের নাম : অফিস সহায়ক
শূন্যপদের সংখ্যা: ১২ টি
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।

৭. পদের নাম : নিরাপত্তা প্রহরী
শূন্যপদের সংখ্যা : ১১টি
বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের ddmr.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের তারিখ ও সময়সূচি :

বিবরণতারিখসময়
আবেদন শুরু২৫ মে ২০২২সকাল ১০.০০ টা
আবেদন শেষ২৪ জুন ২০২২বিকাল ০৫.০০ টা

অনলাইনে আবেদন করার নিয়ম

  • আবেদন করতে প্রথমে ddmr.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
  • Application Form অপশনে ক্লিক করুন।
  • এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এ উল্লিখিত ০৭ টি পদের নাম স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনাকে একটি সিলেক্ট করতে হবে এবং তারপর Next এ ক্লিক করতে হবে।
  • No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
  • কাঙ্খিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আবেদন ফরম পেয়ে যাবেন।

আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

প্রথম ০৫ টি পদের জন্য আবেদন ফি বাবদ আপনাকে ১১২/- টাকা এবং বাকি ০২ টি পদের জন্য ৫৬/- পরিশোধ করতে হবে। চলুন দেখি কিভাবে SMS এ ফি পরিশোধ করবেন।

  • প্রথম SMS: DDMR <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
  • দ্বিতীয় SMS: DDMR <স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।

প্রবেশপত্র ডাউনলোড

নিয়োগ পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড বিতরণ সংক্রান্ত নোটিশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.ddm.gov.bd অথবা ddmr.teletalk.com.bd) মাধ্যমে পাবেন। প্রার্থী যদি প্রাথমিকভাবে যোগ্য হিসাবে হয়, তাহলে তার মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানিয়া দেবে কর্তৃপক্ষ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ ২০২২ – ddm job circular 2022

ddm job circular 2022
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Department Of Disaster Management job circular 2022

DDM job circular 2022 pdf download link : http://www.ddm.gov.bd/sites/default/files/files/ddm.portal.gov.bd/notices/c080b11b_b318_4bac_a6ac_22cc7fafa683/2022-05-23-08-50-a84595aa365d4a981827adefdd3414a5.pdf