টানা ৪০ দিন নামাজ পড়ায় ২৭ কিশোরকে সাইকেল উপহার

টানা ৪০ দিন মসজিদের জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করায় ২৭ কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে নরসিংদীর শেখেরচরের বাবুরহাট বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা। আজ (১৯ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি প্রকাশিত হয়।

জানা গেছে, মাস দেড়েক আগে ঘোষণা করা হয়, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে। এ ঘোষণার পর থেকে প্রায় দুই শতাধিক কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ২৭ জন বিজয়ী হয়।

এর আগে বিভ্ন্নি দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা থেকে তারা উৎসাহিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে।

Cycle-gift-for-salat-Bangladesh
নামাজের জন্য সাইকেল উপহার
নামাজের জন্য সাইকেল উপহার