নার্সিং ও মিডওয়াইফারি কলেজ হলো ১৬ নার্সিং ইনস্টিটিউট


এডু ডেইলি ২৪ প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ৩:৫০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
নার্সিং ও মিডওয়াইফারি কলেজ হলো ১৬ নার্সিং ইনস্টিটিউট

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ হলো ১৬ নার্সিং ইনস্টিটিউট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দেশের ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২১ (বুধবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নার্সিং শিক্ষা শাখার উপ-সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উন্নীতকরণের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-
ফরিদপুর নার্সিং ইনস্টিটিউট,
খুলনা নার্সিং ইনস্টিটিউট,
বগুড়া নার্সিং ইনস্টিটিউট,
দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট,
কুমিল্লা নার্সিং ইনস্টিটিউট,
নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট,
যশোর নার্সিং ইনস্টিটিউট,

টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট,
কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট,
সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট,
ফেনী নার্সিং ইনস্টিটিউট,
ভোলা নার্সিং ইনস্টিটিউট,
গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট,
নীলফামারী নার্সিং ইনস্টিটিউট,
জামালপুর নার্সিং ইনস্টিটিউট ও
হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট।

Rate this post