প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা ১২ জুন থেকে (১ম ধাপ)

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা ১২ জুন ২০২২ থেকে (১ম ধাপ) শুরু হবে। ৭ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুন ২০২২ তারিখ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ১ম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে।

এর আগে, গত ১২ মে ২০২২ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫,০০০ শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১ম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।১ম দফায় ৪০,৮৬২ জন প্রার্থী পাস করেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

১ম ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা হয় ২২ এপ্রিল ২০২২। এই ধাপে ঢাকাসহ ২২ জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষা হয়। এর মধ্যে ১৪ জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। জেলাগুলোর মধ্যে ছিল— চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট। বাকি ৮ জেলার কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এগুলো হচ্ছে— সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

আরো পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মৌখিক পরীক্ষার প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন