ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [France vs Morocco]
ফ্রান্স বনাম মরক্কো live, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ফ্রান্স vs মরক্কো দলের খেলা বাংলাদেশ সময় ২২ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর তৃতীয় দিনের গ্রুপ-ডি এর ম্যাচে ফ্রান্সের (France) মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো (Morocco)।
- কাতার বিশ্বকাপের আসল লড়াই চলছে। ফাইনালে উঠার লড়াই আজ থেকে শুরু। আজ আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি লড়াইয়ে নামবে। আগামীকাল দুর্দান্ত লড়াইয়ে নামবে ফ্রান্স ও মরোক্কো।
- বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বশেষ ফ্রান্স-মরক্কোর লড়াই হয়েছিল ১৫ বছর আগে। কাতার বিশ্বকাপ আবারও তাদের লড়াইয়ে নিয়ে এলো।
- মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।
FIFA world cup 2022 Live Score [Group-D]
ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান / সমীকরণ
- অফিসিয়াল ম্যাচে মরক্কোর বিপক্ষে একবারও হারেনি ফ্রান্স। দুই দলের সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
- ষাট, সত্তর ও আশির দশকে আনফিসিয়াল ম্যাচও খেলেছিল ফ্রান্স ও মরক্কো।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে; প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।
- কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন কিলিয়ান এমবাপে। ছাড়িয়ে গেছেন ২০১৮ আসরে ফ্রান্সের শিরোপা জয়ের পথে করা নিজের ৪ গোল। বিশ্বকাপে ১২ ম্যাচ খেলা ২৩ বছর বয়সী এমবাপের এখন গোল মোট ৯টি।
- মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা, ১৯৮৬ আসরে। এবার তারা ছাড়িয়ে গেছে আগের সব সাফল্য। আরব ও আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
- কোনো দলকে নকআউট পর্বে তোলা প্রথম আরব কোচ ওয়ালিদ রেগরাগি। গত সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত আফ্রিকার দলটি।
- ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ফ্রান্স। এ নিয়ে বিশ্ব সেরার মঞ্চে ১৬ বার খেলছে দুইবার শিরোপা জেতা দলটি।
- ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমি-ফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে।
- টানা দুবার বিশ্বকাপ জেতা দল ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।
- মরক্কোর জালে এখন পর্যন্ত প্রতিপক্ষ একবারও বল পাঠাতে পারেনি। আসরে তারা একমাত্র গোল হজম করেছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে; আত্মঘাতী গোলটি করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ।
ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড
![ফ্রান্স বনাম মরক্কো পরিসংখ্যান, লাইভ score, জাতীয় ফুটবল দল, হেড টু হেড, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২ [France vs Morocco] 1 ফ্রান্স বনাম মরক্কো হেড টু হেড - France vs Morocco head to head](https://edudaily24.files.wordpress.com/2022/12/france-morocco-2022-h2h.jpg?w=1290)
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২
খেলা : | ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার |
মোট অংশগ্রহণকারী দেশ : | ৩২টি দেশ / দল |
ভেন্যু : | কাতার |
বাংলাদেশ সময় কখন হবে : | বিকাল, সন্ধ্যা ও রাতে |
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ : | ২০ নভেম্বর ২০২২ |
ফিফার ওয়েবসাইট : | https://www.fifa.com |
ফ্রান্স বনাম মরক্কো খেলা কবে কখন কোথায়?
- দল / দেশ : ফ্রান্স বনাম মরক্কো
- কখন : France Vs Morocco এর খেলা বাংলাদেশ সময় ১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার) দিবাগত রাত ১টায়।
- খেলার মাঠ বা ভ্যেনু : আল বাইত স্টেডিয়াম, আল খোর, কাতার।
কাতার বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড
ফ্রান্স জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১
- ফ্রান্সের প্রথম একাদশ :
- লরিস (গোলরক্ষক),
- পাভার্ড,
- কোনাতে,
- উপামেকানো,
- লুকাস হার্নান্দেজ,
- চুয়ামিনি,
- রাবিউত,
- দেম্বেলে,
- গ্রিজম্যান,
- এমবাপে,
- জিরুদ
কাতার বিশ্বকাপে মরক্কো স্কোয়াড
মরক্কো জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :
মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-৩-৩
- (৪-৩-৩) ইয়াসিন বুনো (গোলরক্ষক)
- নায়েফ আগুয়ের্ড
- আশরাফ হাকিমি
- রোমেইন সাইস
- নৌসাইর মাজরাউই
- সোফিয়ান আমরাবাত
- আবদেলহামিদ সাবিরি
- আজজেদিন ওনাহি
- সোফিয়ান বোফাল
- ইউসেফ এন-নেসিরি
- হাকিম জিয়েশ
ফ্রান্স বনাম মরক্কো ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা
মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।
ফ্রান্স বনাম মরক্কো খেলায় নি:সন্দেহে ফ্রান্স এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।
FIFA world cup 2022 France vs Morocco Live streaming TV broadcast
- France vs Morocco TV Live broadcast in BTV : https://live.btv.gov.bd
- Live broadcast in Toffee website : https://toffeelive.com
- Live broadcast in Toffee App : https://play.google.com/store/apps/details?id=com.banglalink.toffee&hl=en&gl=US&pli=1
- GTV live : https://www.youtube.com/watch?v=vSHelsYpvkc
France vs Morocco football world cup LIVE STREAMING
France vs Australia LIVE STREAMING Link : https://www.crichd.com/argentina-vs-saudi-arabia