বার কাউন্সিল পরীক্ষার ফলাফল ২০২১ : ৫,৯৭২ আইনজীবিকে তালিকাভূক্তি
বার কাউন্সিল পরীক্ষার ফলাফল ২০২১ প্রকাশ হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলে ৫,৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন।
২৫ সেপ্টেম্বর বার কাউন্সিল চূড়ান্তভাবে ৫,৯৭২ জন আইনজীবীকে তালিকাভুক্তি করা হয়েছে। উত্তীর্ণ এসব আইনজীবীরা এখন থেকে আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।
এর আগে, ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৯ মে ২০২১ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত বছরের (২০২০) ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন।
>> BAR COUNCIL RESULT (PDF) DOWNLOAD LINK (12 pages) : https://cdn.dhakapost.com/media/doc/2021September/Notice-25-09-2021-20210925154121.pdf