বিপিএল টিকিট মূল্য ২০০-১৫০০ টাকা, কিনবেন যেভাবে

বিপিএল টিকিট মূল্য ২০০ থেকে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্টেডিয়ামের টিকিট বুথ থেকে এসব টিকেট কেনা যাবে। ৬ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসর শুরু হচ্ছে। এই আসরকে সামনে রেখে এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

৬ জানুয়ারি ২০২৩ তারিখ উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল নিয়ে ইতোমধ্যে মাতামাতি শুরু হয়েছে। ৭টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বিভাগ ভিত্তিক এসব দলগুলোর মধ্যে কোন-কোনটি শক্তিশালী দল, এ নিয়েও বিশ্লেষণ করছে অনেকে।

বিপিএল টিকিট মূল্য ২০২৩

৩ জানুয়ারি ২০২৩ তারিখে BPL 2023-এর ঢাকার প্রথম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা আর সর্বোচ্চ ১৫০০ টাকা।

এর মধ্যে, গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা (eastern stand) ও ৩০০ টাকা (north & south stand)। ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা। আর গ্রান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা।

নির্ধারিত খেলার দিন ও খেলার আগের দিন স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কেনা যাবে।

BPL 2023 price / BPL ticket price list 2023

টিকিটের ধরন মূল্য (Price)
গ্যালারি (eastern stand) ২০০ টাকা
গ্যালারি (north & south stand)৩০০ টাকা
ক্লাব হাউস ৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা
গ্রান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা
BPL price list 2023

বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে

৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে সকাল ৯.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট কেনা যাবে।